আওয়ামী লীগের বিচার, নতুন সংবিধান গঠন এবং আওয়ামী লীগের আমলের দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তনের দাবিও জানিয়েছেন তিনি।
Published : 03 Oct 2024, 08:54 PM
রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণ, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করাসহ তিনটি দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার ফেইসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।”
বিগত আওয়ামী লীগ সরকারের মনোনয়নে ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের দ্বাবিংশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন।
এক সময় তিনি ছিলেন দুদকের কমিশনার। সে সময় মো. সাহাবুদ্দিন চুপ্পু নামে তিনি সংবাদমাধ্যমে কলাম লিখলেও রাষ্ট্রপতি হওয়ার পর আর চুপ্পু নামটি দাপ্তরিক কাজে ব্যবহার করা হয় না।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত হয় অন্তবর্তীকালীন সরকার। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকেই শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।