নেতাকর্মীদের ফুটপাথে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানানোর অনুরোধ জানিয়েছে বিএনপি। মূলত এই কারণে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ।
Published : 07 Jan 2025, 06:15 PM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রা সামনে রেখে রাজধানীর শাহজালাল বিমানবন্দর এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।
খালেদা জিয়া যখন বিমানবন্দরে যাবেন, নেতাকর্মীদের ফুটপাথে তখন দাঁড়িয়ে বিদায় জানানোর অনুরোধ জানিয়েছে বিএনপি। মূলত এ কারণে বিমানবন্দর এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’। অ্যাম্বুলেন্সটি সোমবারই ঢাকায় এসেছে, সেটিকে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে রাখা হয়েছে।
সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার রাত ৮টায় তার গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন।
“তিনি রাত ৯টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত ১০টায় রয়্যাল কাতার আমারি এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের উদ্দেশে রওয়ানা দেবেন।”
বিজ্ঞপ্তিতে বল হয়, “এ উপলক্ষে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল, যাতে সড়কে যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন না ঘটে।”
এমন প্রেক্ষাপটে নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার রওনক জাহান বলেন, “ঢাকায় প্রবেশ কিংবা ঢাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে বিমানবন্দর সড়কটি গুরুত্বপূর্ণ। তাই সেখানে যেন জনদুর্ভোগ না হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করতে আমরা নিরাপত্তা বাড়িয়েছি।”
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, “বিমানবন্দরকেন্দ্রিক অতিরিক্ত ১০ প্লাটুন পুলিশ থাকবে। এছাড়া বিমানবন্দরের নিয়মিত নিরাপত্তায় নিয়োজিত এয়ারপোর্ট আর্মড পুলিশ ও সিভিল এভিয়েশনের সদস্যরা তো আছেই। মাঠে রয়েছে র্যাবও।”
সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সবরকম প্রস্তুতি রয়েছে। এয়ারপোর্ট একটা কেপিআই, এর যে প্রস্তুতি দরকার, আমাদের তা রয়েছে।”
বাড়তি লোকজন সামলানো প্রসঙ্গে তিনি বলেন, “সবার সঙ্গে আমাদের সমন্বয় রয়েছে। আমরা সব প্রস্তুতি নিয়েছি। কোনো সমস্যা হবে না।”
পুরনো খবর...
খালেদা জিয়ার চিকিৎসা হবে 'লন্ডন ক্লিনিকে'
খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঙ্গলবার
খালেদা জিয়া ফের 'গণতন্ত্রে ভূমিকা রাখবেন', প্রত্যাশা আসিফ নজরুলের