“বর্তমানে সরকারের প্রায় আট মাস হয়ে গেল, কিন্তু তারা সংস্কারের স্পষ্ট কোনো কিছু দিতে পারে নাই,” বলেন খন্দকার মোশাররফ।
Published : 16 Mar 2025, 12:07 AM
‘নির্বাচন বিলম্বে নানা রকমের ষড়যন্ত্র চলছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার ঢাকায় হোটেল পূর্বানীতে সাংবাদিকদের সন্মানে বিএনপির তিন সংগঠনের যৌথ ইফতার ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের মানুষ, দেশের জনগণ ১৬ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে।
“আর কেউ কেউ উছিলা দেখাচ্ছেন, সংস্কার করে তারপর নির্বাচন হবে।”
দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া ও নির্বাচনের আগে রাষ্ট্রের বিভিন্ন খাতে কতটা সংস্কার হবে সে বিষয়ে রাজনৈতিক অঙ্গনের আলোচনা ও বিতর্ক চলছে।
দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দাবি করে আসছে বিএনপি। অন্যদিকে সংস্কার পুরোপুরি শেষ করে নির্বাচনের পক্ষে শিক্ষার্থীদের জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও জামায়াত ইসলামীসহ কয়েকটি দল ও সংগঠন।
বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সংস্কার চলমান প্রক্রিয়া। কোনো সরকারের একার পক্ষে বা সীমিত সময়ের মধ্যে সংস্কার শেষ করা সম্ভব হয় না।
“বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রায় আট মাস হয়ে গেল, কিন্তু তারা সংস্কারের স্পষ্ট কোনো কিছু দিতে পারে নাই।”
তিনি বলেন, “আমাদের চেষ্টা যখন শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করা ঠিক সেই সময় আমরা দেখছি, পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট সরকারের নেতারা বিদেশে গিয়ে নানা রকম ষড়যন্ত্র করছেন। দেশে নানা রকমের অশান্তি সৃষ্টি করছেন।”
“এই সরকার জনগণকে আশ্বস্ত করেছিল যে, জনগণের অধিকার তারা প্রতিষ্ঠা করবে। জনগণের অধিকার বলতে ভোটের অধিকারকে আমরা বুঝি। তাই জনগণের পক্ষ থেকে আমরা দাবি করছি, অবিলম্বে নির্বাচনের দিন তারিখ ঠিক করে ঘোষণা করা হোক, রোডম্যাপ ঘোষণা করা হোক।”
জনগণ নির্বাচনমুখী হলে পতিত ‘স্বৈরাচারের সব ষড়যন্ত্র’ জনগণই মোকাবিলা করবে, বলেন খন্দকার মোশাররফ।
জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ এই আয়োজনে সভাপতিত্ব করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।