Published : 24 Jan 2024, 08:58 AM
নেতৃত্ব ও রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র লিডারস ফেলোশিপ প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশের কেন্দ্রীয় ও তৃণমূলের ২৭ জ্যেষ্ঠ রাজনীতিবিদকে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট।
ঢাকার একটি হোটেলে সোমবার এই সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ইউএসএআইডি’র ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এই ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেন মূলত আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারা। কেন্দ্রীয় ও তৃণমূলের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের নেতৃত্ব ও রাজনৈতিক দক্ষতা বিকাশের লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, যাতে তারা নিজ নিজ এলাকায় ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও তরুণ রাজনীতিকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে পারেন।
চলতি বছরের জুলাই থেকে তারা গণতন্ত্রে রাজনৈতিক দলসমুহের ভূমিকা, দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ভোটদান প্রক্রিয়া ও রাজনীতিতে নারীদের অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে নিবিড় প্রশিক্ষণ নেন; কাজ করেন মাঠ পর্যায়েও।
সনদ বিতরণ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান এবং ইউএসএআইডি’র রাজনৈতিক প্রক্রিয়া বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম উপস্থিত ছিলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস সার্টিফিকেট দেন।
গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বিএনপির নজরুল ইসলাম বলেন, “আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তনের আশা করি। বাংলাদেশের রাজনীতি কতই না ভালো হতে পারত, যদি পরস্পরের মতকে আমরা শ্রদ্ধা করতাম ও পরস্পরকে শত্রু হিসেবে না দেখে যদি শুধু প্রতিপক্ষ হিসেবে দেখতাম। আমরা ভিন্নমত ধারণ করলেও, ভিন্নদল করলেও, আমাদের উদ্দেশ্য একই। জনগণ চূড়ান্ত নির্ধারক যে কোন মতটা সঠিক।”
নিজেদের মধ্যে ভিন্নতা থাকলেও দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে যে বিষয়গুলো সকলের জন্য ক্ষতিকর, তা একযোগে পরিহার করতে হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের ওয়াসিকা আয়শা খান।
ইউএসএআইডি’র উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম বলেন, “তরুণ নেতাদের ফেলোশিপ প্রোগ্রামের সাফল্যের পর ২০১৯ সাল থেকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিনিয়র নেতৃবৃন্দদের জন্য ফেলোশিপ চালু করে। এ পর্যন্ত প্রায় দুই শতাধিক সিনিয়র নেতা এই গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।”
অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডানা ওল্ডস বলেন, “এখান থেকে নেওয়া শিক্ষা ফেলোদের নিজ নিজ এলাকায় তরুণ নেতাদের কাছে পৌছে দেওয়ার দায়িত্ব রয়েছে। এর মাধ্যমে যদি নেতৃত্বে সামান্যতমও গুণগত পরিবর্তন আসে, সেটাই আমাদের বড় অর্জন হবে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)