“সরকার শুধুমাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং সে সিদ্ধান্ত ইতিমধ্যে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। আর কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই।’’
Published : 28 Oct 2024, 09:08 PM
শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জাদুঘর হিসেবে গড়ে তুলতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে বহুল আলোচিত ‘আয়নাঘরের’ প্রতিরূপ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান সোমবার স্থাপনাটি পরিদর্শন করে আসার পর তার দপ্তরের ব্রিফিংয়ে এ কথা বলা হয়।
গণভবনকে দ্রুত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তুলতে প্রধান উপদেষ্টার নির্দেশ তুলে ধরে তার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “তিনি (প্রধান উপদেষ্টা) উপদেষ্টাকে (আদিলুর রহমান খান) নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন, স্থাপত্যবিদদের সঙ্গে কথা বলে যত দ্রুত করা যায়।
গণভবনে ‘আয়নাঘরের’ প্রতিরূপ রাখার নির্দেশের কথা তুলে ধরে তিনি বলেন, “যাতে করে আয়নাঘরে যারা বন্দি ছিল, তাদের প্রতি কী ধরনের ‘নির্যাতন’ হয়েছে, তা মানুষ এ জাদুঘর পরিদর্শন করলে জানতে পারে।”
আওয়ামী লীগ সরকারের শাসনামলে বেশ কিছু মানুষকে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ আনা হয়েছে, সেইসব বন্দিশালাকে প্রতীকী হিসেবে ‘আয়নাঘর’ নাম দেওয়া হয়েছে।
আজাদ মজুমদার বলেন, “এ নির্যাতনের সঙ্গে অনেকেই জড়িত। কারা সুস্পষ্টভাবে জড়িত সেটা গুম কমিশন তদন্ত করে বের করবে।
“এখনও কোনো বাহিনীকে আলাদা করে বিশেষভাবে চিহ্নিত করা হয়নি বা বিশেষ বাহিনীকে এককভাবে দায়ী করা হয়নি। একক দায়ী বা সমষ্টিগত দায়ীদের বিচারের আওতায় আনা হবে, সেটা বর্তমান সরকারের অঙ্গীকার।”
‘আয়নাঘরের’ প্রতিরূপ এই আর কোথাও হবে কি না- এই প্রশ্নে তিনি বলেন, ’’এই মুহূর্তে মিউজিয়াম করার পরিকল্পনা শুধু গণভবনকে ঘিরেই।
“যেসব স্থানে ‘আয়নাঘর’ আছে, সেগুলোর ব্যাপারে আসলে কী হবে, সে ব্যাপারে আসলে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত হয়নি। যদি সিদ্ধান্ত হয় আপনারা নিশ্চয় জানতে পারবেন।’’
এখনও যারা ‘গুম’ হয়ে আছে তাদের বিষয়ে সরকারের পদক্ষেপ কী- এই প্রশ্নে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “গুম কমিশন পুরো দমে কাজ করছে। বাংলাদেশে কাজ করা মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন থেকে পাওয়া তথ্য মতে যে লোকগুলো নিখোঁজ হয়েছে, তার চেয়েও আরও অনেক বেশি লোকের নিখোঁজের তথ্য পাওয়া যাচ্ছে।
“অনেক নিখোঁজের স্বজনেরা ভয়ে বলেননি তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ আছেন। এসব তথ্য কমিশন পাচ্ছেন এবং আমাদের (সরকার) জানাচ্ছে। ‘আয়নাঘরের’ নিখোঁজদের বিষয়ে কমিশন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করছে। বাংলাদেশে কতগুলো ‘আয়নাঘর’ ছিল, এটার স্ট্যাটাস কী, এগুলো নিয়ে তারা কাজ করছে। কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে পুরো চিত্র পাওয়া যাবে।”
গুম হওয়া ব্যক্তি বা তাদের স্বজনদের সরকার কোনো সহায়তা করবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, “গুম তদন্ত কমিশনের সুপারিশের আলোকে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেবে।”
শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে নতুন কোনো আলোচনা আছে কি না- এই প্রশ্নে আজাদ মজুমদার বলেন, “উপদেষ্টারা জানিয়েছেন, সরকার যথোপযুক্ত সময়ে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করবে।”
সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া যে অডিও রেকর্ডকে শেখ হাসিনার বলা হচ্ছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শফিকুল আলম বলেন, “আসলে ফরেনসিক না দেখে আমরা বলতে পারব না যে… ফরেনসিক ইনভেস্টিগেশন খুবই টাফ। অনেক সময় ডিপ ফেকের মাধ্যমে আপনার কণ্ঠ হুবহু নকল করা যায়। আসলে অথেনটিক অডিও ট্রেস করা খুবই টাফ, সেটা না হলে এ বিষয়ে বলতে পারছি না।”
রাষ্ট্রপতি প্রসঙ্গে
রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের উদ্যোগ নিয়ে সরকারের সবশেষ অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, ’’আমাদের আগের অবস্থানই আছে।… এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলের সাথে একটা আলোচনা হবে এবং এই আলোচনায় কী সিদ্ধান্ত হয়, সেটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন।’’
এ বিষয়ে আবার প্রধান উপদেষ্টা দলগুলোকে সংলাপে ডাকবেন কি না জানতে চাইলে আজাদ মজুমদার বলেন, “এখানে উপদেষ্টা পরিষদ নিজেদের মধ্যে আলোচনা করছেন, একটি রাজনৈতিক ঐকমত্যে আসার চেষ্টা চলছে, সবগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনও আলোচনা করছে। … একটি ঐকমত্যের ভিত্তিতেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করি। সিদ্ধান্ত নেওয়া হলে আপনারা জানতে পারবেন।”
সরকার বিএনপির দিকে তাকিয়ে কি না- এই প্রশ্নে ফের জবাব এল, “সরকার সব রাজনৈতিক দলের সঙ্গেই একটি ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্তে আসার চেষ্টা করছে।”
আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে?
এ বিষয়ে প্রশ্নে আজাদ মজুমদার বলেন, ‘’ সরকার শুধুমাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং সে সিদ্ধান্ত ইতিমধ্যে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। আর কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই।’’
আওয়ামী লীগসহ ১১টি দলকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে রিট আবেদন করা হয়েছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ‘এটা বিচারাধীন বিষয়’ মন্তব্য করে আর কিছু বলতে রাজি হননি তিনি।
ডিসি নিয়োগ, বদলির ক্ষেত্রে দুর্নীতির বিষয়ে জনপ্রশাসন সচিবের সম্পৃক্ততার অভিযোগ এবং তা তদন্তে সরকার গঠিত কমিটির প্রতিবেদনের অগ্রগতি নিয়ে প্রশ্নে প্রেস সচিব বলেন, “এটার চূড়ান্ত প্রতিবেদন এখনও আমরা হাতে পাইনি। যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো ঠিক নাকি ভুয়া, তা দেখার বিষয় আছে। ফরেনসিক তদন্তের ব্যাপার আছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে জানানো হবে।”
প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের লেখা চিঠি পাওয়ার কথা জানিয়ে আজাদ মজুমদার বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে সৌদি আরব সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছে।
“প্রধান উপদেষ্টাও বলেছেন, বাংলাদেশকে সহযোগিতা করার সুবর্ণ সুযোগ।”
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।