ওবায়দুল কাদের বলেন, “এ ধরনের শিষ্টাচারবহির্ভূত আচরণ করা মোটেও উচিত নয়। এ ব্যাপারে আমাদের নেত্রী সবাইকে সতর্ক করে দিতে বলেছেন।"
Published : 09 Nov 2023, 11:00 PM
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসকে নিয়ে ‘আক্রমণাত্মক’ মন্তব্য করায় আওয়ামী লীগের চট্টগ্রামের বাঁশখালীর চম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল।
বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে গণভবন গেইটে সাংবাদিকদের এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মুজিবুলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, "মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে ‘শিষ্টাচারবহির্ভূত’, ‘অশোভন, আক্রমণাত্মক’ যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, তা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দৃষ্টিগোচরে এসেছে।
“এজন্য চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চম্বল ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরীর বিরুদ্ধে আমরা দলীয়ভাবে ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। এ ধরনের শিষ্টাচারবহির্ভূত আচরণ করা মোটেও উচিত নয়। এ ব্যাপারে আমাদের নেত্রী সবাইকে সতর্ক করে দিতে বলেছেন।"
কী বলেছিলেন মুজিবুল
গত সোমবার বিএনপির হরতাল-অবরোধবিরোধী এক সভায় দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত হাসকে পেটানোর হুমকি দেন মুজিবুল হক চৌধুরী।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া ওই বক্তব্যে তিনি বলেন, “পিটার হাস বলছেন, এখানে সুষ্ঠু নির্বাচন হবে। পিটার হাস আমরা আপনাকে ভয় পাই না। আমরা মোটা চালের ভাত খাই। আপনি বিএনপির ভগবান। কিন্তু আমরা আওয়ামী লীগ ঈমান বেচি না। আপনাকে এমন মারা মারব, বাঙালি কত দুষ্টু তখন বুঝতে পারবেন।”
যুক্তরাষ্ট্রের কড়া প্রতিক্রিয়া
বিষয়টি নিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হলে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন বাংলাদেশি এক সাংবাদিক।
জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, “বিষয়টিকে বিস্তৃত দৃষ্টিকোণ থেকে তুলে ধরব আমি। সেটি হচ্ছে, আমাদের কূটনীতিক ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা ও সুরক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমি মনে করি এ ধরনের উগ্র বক্তব্য অতিশয় অসহযোগিতামূলক।”
পিটার হাসের প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, “সম্মানিত ব্যক্তি, তিনি কূটনীতিক হোক, আর যেই হোন, তার বিরুদ্ধে কোনো শিষ্টাচারবহির্ভূত বক্তব্য হতে পারে না। সবার মর্যাদা আছে এবং এ ধরনের বক্তব্য থেকে ভবিষ্যতে আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।"
পিটার হাস গত এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নির্বাচন, মানবাধিকারসহ নানা বিষয়ে সোচ্চার।
এর আগে গত বছরের মধ্য ডিসেম্বরে ঢাকার শাহীনবাগে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠনের অনুষ্ঠানে গিয়ে ‘মায়ের কান্না’ নামে আরেকটি সংগঠনের তোপের মুখে পড়েন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
হট্টগোলের মধ্যে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের আগে শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন রাষ্ট্রদূত।
আক্রমণাত্মক বক্তব্যে আগে থেকেই আলোচনায় মুজিবুল
মুজিবুল হক চৌধুরী এর আগেও গণমাধ্যমে আলোচনায় এসেছিলেন। ২০২২ সালের জুনে চাম্বল ইউনিয়নে ভোটের আগে আগে তিনি গোপন কক্ষে কর্মী রেখে ইলেকট্রনিক ভোটিং মেশিনে বাটন চেপে নিজের পক্ষে ভোট নিয়ে নেওয়ার কথা বলেছিলেন প্রকশ্যেই।
তার বক্তব্যের ভিডিও গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সেটি আমলে নিয়ে সেই ইউনিয়নে ভোট স্থগিত করে দেওয়া হয়। পাশাপাশি মুজিবুলের বিরুদ্ধে মামলার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
আইনি লড়াই শেষে গত বছরের ১২ অক্টোবর ভোট হলে জয় পান মুজিবুলই।
পিটার হাসকে নিয়ে বক্তব্য দেওয়ার পর সেটি নিয়ে সংবাদ প্রকাশ হলে মুজিবুল হক চৌধুরীর ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।
বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “তার বিরুদ্ধে ৩-৪টি মামলা আছে।”
আওয়ামী লীগের সভায় কী আলোচনা
আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় কী সিদ্ধান্ত হলো- এই প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, "নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভণ্ডু করার যে চক্রান্ত এখন চলছে, এটা আমাদের যে কোনো মূল্যে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে এবং এদের পরাজিত করতে হবে। এটা একটা নির্দেশনা আছে।”
"আমাদের সভাপতি (শেখ হাসিনা) একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন… বিএনপির নেতৃত্বে যে অগ্নিসংযোগ, পরিবহনে আগুন, নাশকতা চলছে, তার জবাবে আমাদের নেতাকর্মীদের আরো সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”
সভায় আসন্ন নির্বাচন নিয়ে কথা হয়েছে এবং নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে বলেও জানান কাদের।
কমিটির চেয়ারম্যান থাকছেন শেখ হাসিনা। কো-চেয়ারম্যানের পদে এখনও কারও নাম আসেনি। ওবায়দুল কাদের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রীয় নির্বাহী সংসদ, উপদেষ্টা কমিটি, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর এর উত্তর-দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকরাও কমিটিতে থাকবেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আমরা ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করব।"
‘আন্দোলন ব্যর্থ হলে নির্বাচনে বিজয়ী হওয়ার রেকর্ড নেই’
ওবায়দুল কাদের মনে করেন, বিএনপির আন্দোলন সফল হবে না এবং দলটি নির্বাচনেও জিততে পারবে না।
এক প্রশ্নে তিনি বলেন, "বিএনপি ভালো করেই জানে এ নির্বাচনে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। দেশের জনগণ তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি। সেই আন্দোলন কোনোদিন আর সফলতা পাবে না। আর আমাদের দেশে আন্দোলন ব্যর্থ হলে নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো রেকর্ড নেই। এটা হল বাস্তব।"
অন্য এক প্রশ্নে তিনি বলেন, “আমরা ক্ষমতাসীন দল ও সরকার। আমাদের উচিত জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। আমাদের যার যেখানে দায়িত্ব, আইন প্রয়োগকারী সংস্থা, আমরা জনস্বার্থেই সারাদেশে সতর্ক পাহারায় আছি ও থাকব।
"যতক্ষণ নাশকতা, সন্ত্রাস চলবে, যতক্ষণ নির্বাচনের বন্ধের পাঁয়তারা চলবে, ততক্ষণ সতর্ক পাহারা আরও জোরদার করা হবে।"