“পাকিস্তানের হাই কমিশনার ম্যাডামের সাথে কুশল বিনিময় করেন। উনার স্বাস্থ্যের খোঁজ খবর নেন।”
Published : 03 Dec 2024, 10:12 PM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’য় যান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
পরে অধ্যপক জাহিদ হোসেন বলেন, “পাকিস্তানের হাই কমিশনার ম্যাডামের সাথে কুশল বিনিময় করেন। উনার স্বাস্থ্যের খোঁজ খবর নেন।”
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন দণ্ড মওকুফ করা হলে খালেদা জিয়ার পুরোপুরি মুক্তি মেলে, যদিও তিনি আগে থেকে সরকারের নির্বাহী আদেশে মুক্ত ছিলেন।
এরপর গত ৫ সেপ্টেম্বর ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক এবং গত ২৫ নভেম্বর সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান।