আগামী মঙ্গল থেকে বৃহস্পতিবার তিন দিন এই কর্মসূচি পালন করবে বিএনপি।
Published : 24 Dec 2023, 03:04 PM
সাত জানুয়ারির ভোট বর্জনে জনমত গড়তে দ্বিতীয় দফায় সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আগামী মঙ্গল থেকে বৃহস্পতিবার তিন দিন এই কর্মসূচি পালন করবে বিএনপি।
রোববার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই কর্মসূচি ঘোষণা করেন।
“আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর তিন দিন সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এই কর্মসূচি আমি ঘোষণা করছি।”
বিএনপি ছাড়াও সমমনা জোটগুলোর পক্ষ থেকে বিকালে অভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
ভোট বর্জনে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি করছে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো।
এর আগে বৃহস্পতি থেকে শনিবার (২০-২২ ডিসেম্বর) গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বিএনপি।
সংঘর্ষের কারণে গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর বিএনপিসহ সমমনা জোটগুলো চার দফায় ৫ দিন হরতাল ও এ পর্যন্ত ১২ দফায় (রোববারসহ) ২৩ দিন অবরোধ কর্মসূচি করে।
আরও পড়ুন: