কোটা সংস্কার আন্দোলনের মধ্যে কলেজছাত্র হত্যার এক মামলায় সোমবার তাকে রিমান্ডে নেয় পুলিশ।
Published : 04 Sep 2024, 02:16 AM
রিমান্ডে ‘অসুস্থ’ হয়ে পড়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা হাজী সেলিমকে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
হাসপাতালের ১০৭ নম্বর কেবিনে ভর্তি রেখে হাজী সেলিমকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঠিক কী ধরনের অসুস্থতায় তিনি ভুগছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
লালবাগ আসনের সাবেক এমপি হাজী সেলিমকে গত রোববার রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে কলেজছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
নিহত খালিদের বাবা কামরুল হাসান গত ১৯ অগাস্ট লালবাগ থানায় এ মামলা দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫১ জনকে তিনি আসামি করেছেন।
সোমবার হাজী সেলিমকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে ঢাকার হাকিম আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডের দ্বিতীয় দিনই অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন সাবেক এই এমপি।