বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘কোনো কালক্ষেপণ না করেই’ মুক্ত করা হবে
Published : 06 Aug 2024, 12:12 PM
লাগাতার আন্দোলন এবং প্রবল গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন এবং শেখ হাসিনার দেশ ত্যাগের পর মঙ্গলবার তিন সপ্তাহ পর বিএনপি অফিসের তালা খোলা হয়েছে।
শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে ঘিরে ঘটে যাওয়া নজিরবিহীন সহিংসতার মধ্যে বিএনপির কার্যালয় বন্ধ হয়েছিল গত ১৭ জুলাই।
এদিকে গুলশানে সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বসেছেন স্থায়ী কমিটির সদস্যরা।
লন্ডন থেকে স্কাইপে যুক্ত হয়েছেন তারেক রহমান। আর গুলশানের কার্যালয়ে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান। এছাড়া ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়েছেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু সালাউদ্দিন আহমেদ।
এদিকে নয়া পল্টনে সকাল ৭টায় কার্যালয়ে তালা খোলার পর অফিয়ের কর্মীরা পরিচ্ছন্নতা কাজ শুরু করেন বলে জানান অফিস কর্মী সোলায়ান।
কার্যালয়ের কর্মী সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন বন্ধ থাকায় অফিসে অনেক ধুলোবালি জমছে। এগুলো পরিস্কারের কাজ চলছে।”
বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, “মহাসচিব এখন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক করছেন। এরপর সেখান থেকে কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন নেতাদের নিয়ে।”
সরজমিন গিয়ে দেখা যায় কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা ভিড় করেছেন।
সেখানে উপস্থিত খুলনার শফিক উদ্দিন বলেন, “সকাল ৮টায় এসেছি নিজের ঘরে। খুনি সরকার আমাদের ঘর-বাড়ি সব দখল করে রেখেছি। আজকে আমরা দখলমুক্ত করেছি। ওরা পালাইছে।”
নিলফামারীর সাজিদা খাতুন ঢাকায় কাজ করেন রামপুরায় একটি তৈরি পোশাক কারখানায়। কেন্দ্রীয় কার্যালয়ে এসে উচ্ছাস করে তিনি বলেন, “আপনারা দেখেছেন রাতের অন্ধকারে নাটক করে হিন্দি সিনেমার স্টাইলে বিএনপি অফিসে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়েছে। গণমাধ্যমে বলেছে যে, এখানে নাকি বোমা-ককটেল পাওয়া গেছে।
“আসলে গোয়েন্দারা সরকারের তল্পিবাহক হয়ে এসব নাটক করেছে। নাটকের প্রধান পরিচালক এখন দেশ থেকে পালিয়েছে।”
সোমবার টানা ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার কয়েক ঘণ্টা পর রাতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধানদের নিয়ে বঙ্গভবনে যান ফখরুল ও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতারা।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। সেখানে তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘কোনো কালক্ষেপণ না করেই’ মুক্ত করা হবে।
পুরনো খবর: