সেল দুটি সারাদেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যার তথ্য সংগ্রহ করবে।
Published : 14 Mar 2025, 04:54 PM
নির্যাতনের শিকার নারী ও শিশুদের সহায়তায় দুটি সেল গঠন করেছে বিএনপি।
বিএনপি সমর্থিত আইনজীবীদের সমন্বয়ে ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল’ এবং ও চিকিৎসকদের নিয়ে ‘নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেল’ গঠন করা হয়েছে।
সেল দুটি সারাদেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যার তথ্য সংগ্রহ করবে। বিএনপির ৮৪ সাংগঠনিক জেলায় এই সেল গঠন করা হয়েছে।
সেল দুটির কেন্দ্রীয় সমন্বয়কারী হচ্ছেন দলের আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
শুক্রবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই সেল গঠনের কথা জানান।
তিনি বলেন, “বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতিদ্রুত আইনের শাসন বলবৎ হবে। কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুস্কৃতিকারীরা নানাভাবে আশকারা পাচ্ছে।
“অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুস্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করা হোক।”
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে হত্যাকারীদের ধৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানান তিনি।