জনদাবি উপেক্ষা করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
তফসিল ঘোষণা করা হলে এর প্রতিবাদে বিক্ষোভ ও হরতাল দিয়ে মাঠে নামা হবে বলে জানিয়েছে বিএনপির সঙ্গে যুপপৎ আন্দোলনে থাকা এই জোট।
শুক্রবার সকালে গণমিছিল শেষে জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির বলেন, “এই সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন জনগণের দাবি উপেক্ষা করে যদি নির্বাচনের তফসিল ঘোষণা করে তার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ ও হরতালের কর্মসূচি ঘোষণা করা হবে।
“আমি নেতা-কর্মীদের প্রতি বলতে চাই, ওই কর্মসূচি সফল করার জন্য সবাই ভূমিকা পালন করবেন এবং জনগণকে সম্পৃক্ত করার জন্য ভূমিকা নেবেন।"
গত ১ নভেম্বর নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে। ইতোমধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদকে সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানিয়েছে নির্বাচন কমিশন। শুক্র ও শনিবার ডিসি-এসপিদের নিয়ে নির্বাচনী কর্মশালা করবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্বে থাকা এই সংস্থাটি। এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আসতে পারে তফসিল।
তফসিল ঘোষণা বন্ধ করার দাবি নিয়ে এদিন ঢাকায় মিছিল করতে সকাল সাড়ে ১০টায় পুরানা পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের নেতারা সমবেত হন। এরপর সেখানে থেকে গণমিছিলটি নূর হোসেন স্কয়ার, বায়তুল মোকাররম সড়ক ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।
গণমিছিলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ, বাসদের (মার্ক্সবাদ) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলীসহ অন্যান্য নেতারা অংশ নেন।