১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

চোখ খুলে দেওয়া দুই মসজিদের গল্প
ছবিটি ২০১৬ সালের। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এর সাথে সেসময়ের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নিকাট, ফরাসি রাষ্ট্রদূত সোফি আবের ও ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস নবরেগা এবং মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন বিনতে মোহ্ তাইবও গিয়েছিলেন বায়তুর রউফ মসজিদ দেখতে। মেরিনা তাবাসসুম (কালো জামা) ব্রিফ করছেন।