উত্তর প্রদেশে বরযাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ৫

উল্টোদিক থেকে আসা একটি ময়লার গাড়ি বাসটিকে ধাক্কা দেয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2023, 09:05 AM
Updated : 7 May 2023, 09:05 AM

ভারতের উত্তর প্রদেশের জেলন জেলায় বরযাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে ৫ জন নিহত ও ১৫ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে মধুগড় থানার আওতাধীন গোপালপুরার কাছে অজ্ঞাত একটি যানের ধাক্কায় বাসটি উল্টে যায়, জানিয়েছে এনডিটিভি।

“বাসটিতে ৪০ জনের মতো ছিল, জেলন জেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় বাসটি উল্টে গিয়ে খাদে পড়ে ৫ জন নিহত ও ১৫ জনের বেশি আহত হয়েছে,” বলেছে পুলিশ।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসা একটি ময়লার গাড়ি ওই বরযাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়।

খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, বলেছে পুলিশ।

পুলিশের একাধিক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, মাদেইরার বাসিন্দা মূলচরণ পালের ‍দুই ছেলে সুনীল ও প্রমোদের সঙ্গে রামপুরার রামদানির দুই মেয়ে সন্ধ্যা ও উপাসনার বিয়ে হয়।

শনিবার রাতে ওই বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীরা মাদেইরাতে ফেরার পথে গোপালপুরায় দুর্ঘটনায় পড়ে।

নিহত ৫ জনের নাম- কুলদীপ সিং (৩৬), রঘুনন্দন (৪৬), শিরোভান (৬৫), করন সিং (৩৪), বিকাশ (৩২)।

একইদিন যমুনা এক্সপ্রেসওয়েতেও একটি বাস উল্টে ৪ জন আহত হয়েছে। বিহার থেকে দিল্লিগামী বাসটিতে ৩৮ যাত্রী ছিল।

“আগ্রার কাছে এসে বাসটি হঠাৎ উল্টে যায়। আগ্রার এতমাদপুর সীমান্তে খানডৌলি থানার আওতাধীন এলাকায় এ ঘটনাটি ঘটে। ৪ জন আহত হয়েছে,” বলেছেন নায়েব তহসিলদার অজয় কুমার শর্মা।

তাৎক্ষণিকভাবে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

“আহত ৪ জনের মধ্যে তিনজনের আঘাত হালকা, আরেকজনের গুরুতর। তাদের সবার চিকিৎসা চলছে,” বলেছেন তিনি।