যুদ্ধে আহত হয়েছিলেন মোঃ আজিজুল হক
Published: 30 Dec 2016 12:14 AM BdST Updated: 30 Dec 2016 12:14 AM BdST
মোঃ আজিজুল হক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৩ নম্বরে সেক্টরে যোগ দিয়েছিলেন তিনি।
মুক্তিযুদ্ধের সময়ে পাক বাহিনীর নৃশংসতা দেখে আতকে উঠেছিলেন মোঃ আজিজুল হক। পাল্টা আঘাত যে করতে হবে সেটা বুঝতে পেরেছিলেন। তাই ভারতে গিয়ে অস্ত্র চালনার প্রশিক্ষণ গ্রহণ করেন।
ভারতে যাওয়ার সময়ে বড়সড় বিপদের সম্মুখীন হন তিনি। আখাউড়ার কাছাকছি এসে একটা বাড়িতে আশ্রয় নিয়েছিলেন আজিজুল হক এবং তার সঙ্গীরা। সেই বাড়ির ছেলে রাজাকার বাহিনীর সদস্য ছিল। তাই যে কোন সময় বিপদ ঘটতে পারত। এ সময়ে আজিজুল হক বাড়ির গৃহকর্ত্রীকে কৌশলে নিজের পক্ষে নিয়ে আসেন এবং নিরাপদে সেখান থেকে বেড়িয়ে গিয়েছিলেন।
প্রশিক্ষণ শেষে দেশে ফিরে যুদ্ধে যোগ দিয়েছিলেন মোঃ আজিজুল হক। মনোহরদীর যুদ্ধের কথা বেশি মনে পড়ে তার। কারণ এই যুদ্ধে আহত হয়েছিলেন তিনি। এই যুদ্ধে বহু পাকিস্তানি সেনা নিহত হয় এবং উল্লেখযোগ্য সংখ্যক সেনা মুক্তিযোদ্ধাদের হাতে বন্দি হয়।
মোঃ আজিজুল হক মনে করেন তাদের যুদ্ধ এখনও শেষ হয় নি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ নিয়ে সঠিক ধারণা দিতে চান তিনি। কারণ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানলেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে উদ্বুদ্ধ হবে নতুন প্রজন্ম।
সর্বাধিক পঠিত
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- কোভিড-১৯: লকডাউনের ‘কড়াকড়িতে’ এক মাসের সর্বনিম্ন পরীক্ষা
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- কিংবদন্তী অভিনেত্রী কবরীর চিরবিদায়
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- করোনাভাইরাস: দেশে দ্বিতীয় দিনের মত শতাধিক মৃত্যু