‘শরীরে গুলি লাগার পরেও আব্দুল শহীদ যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন’
Published: 24 Dec 2016 12:53 AM BdST Updated: 24 Dec 2016 12:54 AM BdST
-
আব্দুল শহীদ
আব্দুল শহীদ মুক্তিযুদ্ধে ৫ নাম্বার সেক্টরে অংশ নিয়েছিলেন। তার জীবনের গল্পটা একটু অন্যরকম। তার বাবা যখন রেডিওতে যুদ্ধের আহবান শুনতে পেলেন, তখন তিনি বিচলিত হয়ে পড়েন। তিনি বলেছিলেন, ‘আমার দুটো সন্তানের দরকার নেই। একটা সন্তান হলেই চলবে। একটা সন্তানকে আমি দেশের জন্য উৎসর্গ করতে চাই।’
আব্দুল শহীদের বড় ভাই যুদ্ধে গিয়ে ফিরে এসেছিলেন, এতে তার বাবা রাগ্রত হন। আব্দুল শহীদের বিয়ে হয়েছিল মাত্র এক বছর এবং একটা ছোট বাচ্চাও ছিল তাদের। সংসারের এই মমতাকে উপেক্ষা করে তিনি যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন। একশ টাকা হাতে নিয়ে তিনি নেমে পড়লেন যুদ্ধে। আশেপাশের বন্ধুদেরও আহবান করলেন যুদ্ধে যাওয়ার জন্য। ২০/২৫ জন তরুণ যোগ দিলেন তার সাথে। এরপর আব্দুল শহীদ ভারতে গিয়ে যুদ্ধের প্রয়োজনীয় ট্রেনিং নেন। ট্রেনিং শেষে ৫ নাম্বার সেক্টরে যোগ দেন তিনি।
তখনকার সেক্টর কমান্ডার হেলালউদ্দিন আব্দুল শহীদকে দোয়ারাবাজার থানায় অপারেশন পরিচালনার জন্য পাঠালেন। তারা সেই এলাকায় পাকিস্তানি বাহিনীর অত্যাচারের কথা জানতে পেরেছিলেন। দুইজন কম বয়সী মেয়েকে পাকিস্তানি বাহিনী সবার চোখের সামনে তুলে নিয়ে গিয়েছিল। এ খবর জেনে আব্দুল শহীদ এবং তার সহযোদ্ধারা পরদিন পাকিস্তানি বাহিনীর উপর হামলা চালান। শুধু এখানেই থেমে থাকেন নি তারা, বালিউড়া বাজার যা ব্রিটিশের রাস্তা নামে পরিচিত সেখানেও পাক বাহিনীর বিরুদ্ধে অপারেশন পরিচালনা করেছিলেন তারা। এই মুহুর্মুহু আক্রমণে পাকিস্তানি বাহিনী ক্ষেপে গিয়েছিল অনেক। তারা সর্বশক্তি দিয়ে মুক্তিযোদ্ধাদের ঝাঁপিয়ে পড়েছিল।
সেই সময়ে সংঘটিত অন্য এক যুদ্ধে আব্দুল শহীদ গুলিবিদ্ধ হন। কিন্তু গুলি লাগার পরেও তিনি থেমে থাকেন নি। প্রায় আধাঘণ্টা যুদ্ধ চালিয়ে গেছেন। তার মনে একটাই সংকল্প ছিল; এগিয়ে যেতে হবে, শত্রুকে পরাস্ত করতে হবে। তার সহযোদ্ধা খালেক তাকে গুলি লাগার কথা স্মরণ করিয়ে দিয়েছিল, কিন্তু আব্দুল শহীদের কোন ব্যথার অনুভূতি ছিল না। পরবর্তীতে গুলি লাগার কারণে আব্দুল শহীদের বাম হাতটা অকেজো হয়ে গিয়েছিল।
সকলের উদ্দেশ্যে আব্দুল শহীদের আহবান, ‘একাত্তরের মতো সব ভেদাভেদ ভুলে এবং কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। কারণ দেশ ভালো থাকলে, আমরা সবাই ভালো থাকব।’
-
পাকবাহিনীর সামনে বুক চিতিয়ে যুদ্ধ করেছিলেন চন্দ্র শেখর রায়
-
আহত হয়েও যুদ্ধে ফিরেছিলেন রিয়াজ উদ্দিন
-
তিনদিন পানির মধ্যে যুদ্ধ করেন নুরূল ইসলাম
-
কিশোরগঞ্জ স্বাধীন হয়েছিল ১৭ ডিসেম্বর
-
যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন হাফিজ আলী
-
বাড়ি থেকে পালিয়ে যুদ্ধে অংশ নেন বদরূজ্জামান
-
বঙ্গবন্ধুর আহবানে জনাব আলী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন
-
আক্তার উদ্দীনের সামনেই তার সহযোদ্ধা মৃত্যুবরণ করেন
-
পাকিস্তানি সৈন্যদের পরাজয়ে উৎফুল্ল ছিলেন সুলতান উদ্দীন আহমেদ
-
সহযোদ্ধাদের মৃত্যুতেও অটুট ছিল জামশেদ আলীর মনোবল
-
যুদ্ধে আহত হয়েছিলেন মোঃ আজিজুল হক
-
পাকবাহিনীকে বহুবার পদর্যুস্ত করেছিলেন ক্যাপ্টেন শচীন কর্মকার
সর্বাধিক পঠিত
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক, আহত ৪
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি