৯/১১ হামলার ১৭ বছর পর চালু নিউ ইয়র্কের পাতাল রেল

যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলার ১৭ বছর পর পুনরায় খুলে দেওয়া হয়েছে নিউ ইয়র্ক সিটির পাতাল রেল স্টেশন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2018, 04:17 PM
Updated : 9 Sept 2018, 04:19 PM

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউ ইয়র্কে টুইন টাওয়ার খ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলার পর ওই রেল স্টেশন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছিল। হামলায় প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়।

 পাতাল রেল স্টেশনটির নাম তখন ছিল কোর্টল্যান্ড স্ট্রিট। এখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নামানুসারে এর নতুন নাম দেওয়া হয়েছে, ডব্লিউটিসি কোর্টল্যান্ড স্টেশন।

শনিবার স্টেশনটি নতুন করে খুলে দেওয়া হয় এবং দুপুরের দিকে প্রথম ট্রেন ছেড়ে যায় বলে জানিয়েছে বিবিসি।

নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন ট্রান্সপোরটেশন অথরিটির (এমটিএ) প্রধান জো লোটা এক বিবৃতিতে বলেন, “ডব্লিউটিসি কোর্টল্যান্ড শুধু একটি নতুন পাতাল রেল স্টেশন নয় বরং তার চেয়ে বেশি কিছু।”