পুরনো ইঞ্জিন চাই কিংবা যন্ত্রাংশ, সমাধানের নাম ধোলাইখাল। ঢাকার যাত্রাবাড়ীর পুরো এ এলাকা যেন ইঞ্জিনের এক কারখানা। একদিকে চলছে পুরনো ইঞ্জিন মেরামত, আরেকদিকে অকেজোগুলো থেকে খোলা হচ্ছে যন্ত্রাংশ। এরমধ্যেই ক্রেতারা খুঁজে নিচ্ছেন তার প্রয়োজনেরটি, চলছে দরদাম। প্রাইভেট কার, বাসসহ সব ধরনের গাড়ি ও জাহাজের ইঞ্জিনের চাহিদাই বেশি।
Published : 28 Aug 2023, 07:44 PM