ঝুঁকিতে কার্টন বক্স কারখানা

এক বছরে কাগজের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। চাহিদা অনুযায়ী নেই কাঁচামালেরও যোগান। কাগজের কার্টন বক্স বানাতে তাই খরচ অনুযায়ী মিলছে না লাভ। যে কারণে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে কামরাঙ্গীরচরের ছোট-বড় ৪০টি কারখানা। ইতোমধ্যে আট থেকে ১০টি কারখানা তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। ছবি: মাহমুদ জামান অভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2022, 01:55 PM
Updated : 16 August 2022, 01:55 PM