সুনামগঞ্জের হাওর এলাকায় বিস্তীর্ণ ধানক্ষেত কোথাও কোথাও হয়ে উঠেছে সোনালি। পরিপক্ব সেসব ধান কাটা শুরু করেছেন কৃষক। যদিও পুরোদস্তুর ধান কাটা শুরু হতে লাগবে আরও কয়েকদিন। স্বপ্নের ধান গোলায় তুলতে সেজন্য চলছে প্রস্তুতি।