বিশুদ্ধ পানির সংকটে বনশ্রীবাসী

পানি-গ্যাস নিয়ে উভয় সঙ্কটে বনশ্রীর বাসিন্দারা। পুরনো গ্যাস সঙ্কটের সঙ্গে কিছুদিন হল যুক্ত হয়েছে পানির সঙ্কট। একদিকে ওয়াসার পানিতে দুর্গন্ধ। অন্যদিকে সেই পানি ফুটিয়ে পান করারও উপায় নেই। কারণ চুলানোর মতো গ্যাসও সববেলায় একরকম থাকে না। পরিস্থিতি সামাল দিতে বিশাল এই এলাকার মানুষের জন্য বসানো হয়েছে ওয়াসার একটিমাত্র পানির বুথ। ফলে সেখানেও পানির পাত্র হাতে অপেক্ষায় থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 11:09 AM
Updated : 20 May 2023, 11:09 AM