সকাল ৮টায় ভোটকেন্দ্রের বুথে বুথে প্রস্তুত ছিলেন নির্বাচনী কর্মকর্তারা; তবে ভোটারের দেখা পেতে কোথাও কোথাও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাদের। জাতীয় নির্বাচনের মাস পাঁচেক আগে হওয়া ঢাকা ১৭ আসনের এ উপ নির্বাচনে সকালের মতো দিনভরই ভোটার উপস্থিতি ছিল কম। নির্বাচনও শেষ হয়েছে ঢিলেঢালা আর নিরুত্তাপভাবে।
Published : 17 Jul 2023, 08:57 PM