ঢাকার হাজারীবাগের ট্যানারি শিল্প সরিয়ে সাভারে নেওয়া হলেও আগের জায়গাতেই চলে প্রস্তুত করা চামড়ায় রঙের কাজ। সাভারের ট্যানারি থেকেই সেই চামড়া সংগ্রহ করে থাকেন হাজারীবাগের ব্যবসায়ীরা। তারা চামড়ায় রঙের কাজ করে তা দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে থাকেন।
Published : 24 Feb 2024, 11:39 AM