দেশীয় বেনারসি কারিগরদের বুনন কৌশল প্রদর্শনের সুযোগ তৈরি করে দিচ্ছে ‘দ্য মসলিন’য়ের এই উৎসব।
Published : 29 Feb 2024, 03:50 PM
দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্য, আভিজাত্য এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি ভিন্ন ধরনের পণ্যের পসরা নিয়ে সাজানো ‘দ্য মসলিন’ ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগে ‘টাইমলেস ম্যাগনিফিসেন্স অব দ্য বাংলাদেশি বেনারসি’ নামে দশ দিনব্যাপি বেনারসি ফেস্টিভাল শুরু হয়েছে।
এই উপলক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর লো মেরিডিয়ান হোটেলের ‘ইন্ট্রেসল’য়ে উৎসবের উদ্বোধন করেন ‘দ্য মসলিন’য়ের প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাসনুভা ইসলাম।
বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পকলার সংরক্ষণ, প্রচার এবং বিশ্বব্যাপি প্রসারের লক্ষ্য নিয়েই তাসনুভা ইসলাম বরাবরই এ ধরনের ভিন্ন ভিন্ন আয়োজন করে থাকেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি বেনারসি কারিগরদের উদ্বুদ্ধ করতে এবারের বেনারসি উৎসবের আয়োজন করেছেন।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, “বেনারসির মতো আভিজাত্যে ভরপুর বাংলাদেশি ঐতিহ্য নিয়ে ‘দ্য মসলিন’ সবসময় কাজ করে আসছে। সেই আগ্রহ থেকে আজকের এই ফেস্টিভাল আয়োজন করতে পেরে আমি আনন্দিত।”
“টাইমলেস ম্যাগনিফিসেন্স অব দ্য বাংলাদেশি বেনারসি’ শুধু একটি অনুষ্ঠানই নয়। আমাদের স্থানীয় প্রতিভাবান বেনারসি তাঁতিদের কারুকাজ এবং নকশার মাধ্যমে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র্য এবং সমৃদ্ধি প্রদর্শন করাই এই উৎসবের লক্ষ্য”- বলেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন অতিথীদের সাথে উপস্থিত ছিলেন মিরপুর বেনারসি পল্লীর ছয়জন স্বনামধন্য ও প্রতিভাবান তাঁতশিল্পী।
অনুষ্ঠানে কারিগররা ক্রেতা ও দর্শনার্থীদের সামনে তাদের সুনিপুন হাতের ছোঁয়ায় বানানো বেনারসি শাড়ি এবং এর পেছনের গল্প উপস্থাপন করেন ।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেনারসি তাঁতশিল্পী শামিম এবং মোহাম্মদ রফিক-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বেনারসি দিয়ে অভিনব নকশা তৈরি করায় পুরস্কৃত করা হয় বিজিএমইএ ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থীকে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া জেসি এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তা; নেদারল্যান, মরক্কো, ব্রাজিল ও ফিলিস্তিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা-সহ দেশের শীর্ষস্থানীয় নারী পেশাজীবীরা।
উৎসব চলাকালে সরাসরি তাঁতিদের কাছে নিজেদের পছন্দমতো নকশা অর্ডার করে পণ্য তৈরিরও সুযোগ পাবেন ক্রেতারা।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই উৎসব।
উল্লেখ্য শুধু দেশীয় পণ্য নিয়ে ‘দ্য মসলিন’য়ের যাত্রা শুরু হয় ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর। সরাসরি তাঁতিদের থেকে পণ্য নিয়ে প্রদর্শনী কেন্দ্রে রাখেন তারা। শাড়ি, জুতা, গয়না, আসবাবপত্র থেকে শুরু করে সবই পাওয়া যায় এখানে।