নখে গাঢ় রং টেকসই করার পন্থা

নখে যে কোনো গাঢ় রং ব্যবহারের ক্ষেত্রে বেশি স্তর লাগানো যাবে না।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2022, 09:16 AM
Updated : 16 Nov 2022, 09:16 AM

কালচে বা গাঢ় কোনো রংয়ের ওপর একটু খোঁচা লাগলেই দাগ পড়ে আর সেটা গভীরভাবেই বোঝা যায়।

নখে গাঢ় রং বা নেইল পলিশ ব্যবহার করলেও একই পরিস্থিতিতে পড়তে হয়। তাই রং নষ্ট হওয়া বা ক্ষতি যাতে না হয় সেজন্য জানা থাকা চাই কিছু কৌশল।

নখ প্রস্তুত করা

যুক্তরাষ্ট্রের ‘মার্কেটিং অ্যান্ড মরগান টেইলর’য়ের মুখপাত্র মরগান হেইল বলেন, “বেসিক বা প্রাথমিক ধাপগুলোতে ফিরে যান।”

ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি পরামর্শ দিতে গিয়ে বলেন, “পছন্দের নেইল পলিশ ব্যবহারের আগে ‘গ্রিট বাফার’ দিয়ে নখ আগে প্রস্তুত করে নিতে হবে। ‘বাফিং’ নখের উপরিভাগ মসৃণ করে। নখের আর্দ্রতা ধরে রাখতে ম্যানিকিউরের পরে বেইজ কোট ব্যবহার উপকারী। এটা ব্যবহারে নখের সাধারণ রংয়ে নেইল পলিশ কোনো ক্ষতি করতে পারে না।”

নখে নেইল পলিশ ব্যবহারের পরে ওপরে ‘টপ কোট’ ব্যবহার করতে হবে। এর ফলে নেইল পলিশে চকচকে ভাব আনে ও স্থায়িত্ব বাড়ায়।

অতিরিক্ত ব্যবহার না করা

কয়েক স্তরে নেইল পলিশ ব্যবহারে অসম আবরণের সৃষ্টি হয় এবং তা ওঠানো বেশ অসুবিধাজনক।

“গাঢ় রংয়ের নেইল পলিশ ব্যবহারেরে ক্ষেত্রে দুয়েকটা কোট ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত কোট প্রয়োগে করা হলে তা তোলা বেশ কষ্টকর ও সময়সাপেক্ষ ব্যাপার,” বলেন হেইল।

নেইল পলিশ তোলার ক্ষেত্রে সময় নেওয়া

পলিশ বিশেষত, গাঢ় নেইল পলিশ তোলার সময় নখ কিছুক্ষণ ভিজিয়ে রাখা ভালো।

হেইল বলেন, “নেইল পলিশ তোলার সময় একটা তুলার বলে রিমুভার নিয়ে নখ সেটাতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধীরে ঘষে তুলতে হবে। এতে নেইল পলিশ উঠে আসবে এবং এরপর তা মুছে নিতে হবে।”

আরও পড়ুন

Also Read: নখের পরিচর্যা

Also Read: নখ বড় করতে চাইলে

Also Read: লিপ টিন্ট ব্যবহার ও দীর্ঘস্থায়ী করার উপায়

Also Read: নেইল পলিশ ওঠানোর বিকল্প উপায়