সিল্ক কাপড় ড্রাই ওয়াশ করা ভালো। নিজ হাতে ধুতে ব্যবহার করতে হবে শ্যাম্পু।
Published : 04 Apr 2023, 04:27 PM
যত্নের অভাবে শখের সিল্কের পোশাক নষ্ট হয়ে যেতে পারে।
মজবুত, আকর্ষণীয় ও উজ্জ্বল প্রাকৃতিক তন্তু সিল্ক। সঠিকভাবে যত্ন নেওয়া হলে, অনেক বছর পর্যন্ত ভালো থাকে।
বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র ও বয়নশিল্প বিভাগের সহকারী অধ্যাপক শাহমিনা রাহমান সিল্কের পোশাক যত্ন নেওয়া সম্পর্কে বলেন, “প্রাকৃতিক তন্তু হওয়াতে সিল্কের দাম স্বাভাবিকভাবেই বেশি। আর এর যত্নটাও কিছুটা ভিন্ন।”
সিল্কের কাপড় ভালো রাখতে সঠিকভাবে ধোয়া, শুকানো ও সংরক্ষণ করা প্রয়োজন।
তার মতে, সিল্কের কাপড় সাধারণত ড্রাই ক্লিন করাই ভালো। এতে রংয়ের উজ্জ্বলতা বজায় থাকে। তবে বাসায় ধুতে চাইলে সাবান বা ডিটারজেন্টের পরিবর্তে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে।
ফেনা পানিতে কাপড় ডুবিয়েই উঠিয়ে নিতে হবে, খুব বেশি ঘষা বা ধোয়ার পরে নিংড়ে পানি ফেলা যাবে না। না হলে কাপড়ের আঁশগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
“কাপড় শুকাতে খুব বেশি কড়া রোদে দেওয়া যাবে না। রোদ সিল্কের উজ্জ্বলতা নষ্ট করে ফেলে”, বলেন তিনি।
কাপড় শুকানোর পরে আসে ইস্ত্রি করার পালা।
শাহমিনা রহমান বলেন, “দোকানেই তা ইস্ত্রি করতে দেওয়া উচিত। সম্ভব না হলে ঘরে কম তাপমাত্রায় এবং সিল্কের কাপড়ের ওপরে পাতলা সুতি কাপড় বিছিয়ে ইস্ত্রি করতে হবে। এতে কাপড় ভালো থাকবে।”
সিল্ক যেহেতু সম্পুর্ণ প্রাকৃতিক তন্তু। তাই এর সংরক্ষণে প্রাকৃতিক উপাদান যেমন- দারুচিনি, লবঙ্গ ইত্যাদি ব্যবহারের পরামর্শ দেন তিনি। এতে কাপড়ে সুন্দর ঘ্রাণ থাকে।
সিল্কের কাপড় ভালোমতো ভাঁজ করে ঝুলিয়ে রাখা উচিত। কাপড়ে ভারী কাজ করা থাকলে ভাঁজ করে রাখতে হবে। নয়ত কাপড়ের আঁকার ও কাজ নষ্ট হয়ে যেতে পারে।
মাঝে মধ্যে ভাঁজ করা কাপড় উল্টে পাল্টে দেওয়ার পরামর্শ দেন শাহমিনা রাহমান। সেটা সম্ভব না হলে বছরে অন্তত দুয়েকবার সিল্কের যে কোনো পোশাক বাতাসে মেলে দিলে, কাপড় ভালো থাকবে।
আরও পড়ুন