সাজ যেমনই হোক নিজেকে উজ্জ্বল দেখাতে আগের দিন থেকেই প্রস্তুতি নেওয়ার প্রয়োজন।
Published : 13 Feb 2025, 03:32 PM
বসন্ত কিংবা ভ্যালেন্টাইন- উৎসবের দিনে সাজ মানে আনন্দমুখরতা।
নিজেকে প্রাণবন্ত দেখাতে আগের দিন যেমন ত্বক পরিচর্যার প্রয়োজন পড়বে তেমনি ঘরে ফিরেও নিতে হবে ত্বক ও চুলের যত্ন।
![]() |
আর এই বিষয়ে বিস্তারিত পরামর্শ দিয়েছেন ‘রেড বিউটি স্টুডিও অ্যান্ড সেলুন’ ও ‘উজ্জ্বলা লিমিটেড’য়ের কর্ণধার আফরোজা পারভীন। |
আগের দিনের যত্ন
বসন্তের দিনে নিজেকে উজ্জ্বল দেখাতে আগের দিনই নিজেকে প্রস্তুত করা ভালো। এজন্য অবশ্যই আগের দিন চুল ভালো মতো শ্যাম্পু করে নিতে হবে। আর পছন্দসই ‘ভলিউমনাইজ’ করে ব্লো ড্রাই করতে হবে।
ত্বকে কোনো অবাঞ্ছিত লোম থাকলে ‘থ্রেডিং’য়ের মাধ্যমে পরিষ্কার করার পাশাপাশি ত্বকের যত্নে নেওয়ার প্রয়োজন হবে। সেটা ঘরে বা স্যালনে গিয়েও করা যায়।
এর মধ্যে রয়েছে ব্ল্যাক হেডস থাকলে সেগুলো দূর করা, ময়েশ্চারাইজিং করা, একটা ‘প্যাক’ ব্যবহার করা যাতে ত্বকের আর্দ্রতা রক্ষা হয়।
হাত-পায়ের ক্ষেত্রে ম্যানিকিউর এবং প্যাডিকিউর করা জরুরি। এরপর পছন্দসই নেইলপলিশ ব্যবহার করা যেতে পারে।
আরও পড়তে পারেন
বসন্তের দিনের সাজ
আনন্দময় সাজ হয় বসন্তের দিনে। এই সাজে সবাইকে উৎফুল্লতার ভাবে দেখা যায়।
প্রাণোচ্ছল দেখাতে সহযোগিতা করে কমলা ও হলুদ। পোশাকের ক্ষেত্রে বেছে নেওয়া যেতে পারে এই দুই রং।
আর এই সময় আবহাওয়া, পরিবেশ, বাতাস এমন আলাদা থাকে যে, অনেক না সাজলেও সুন্দর লাগে। আবার উজ্জ্বল সাজেও বেশ মানিয়ে যায়।
হলুদ কোনো পোশাক বেছে নিলে উজ্জ্বল লিপস্টিক ব্যবহার করা যেতে পারে। মাথায় বা খোঁপায় পরা যেতে পারে ফুল। মোটকথা সাজে থাকবে প্রাণবন্ত রঙিন ছোঁয়া থাকবে।
ফিরে আসার পর যত্ন
বাইরে থেকে ফিরেই প্রথমে মেইকআপ-সহ সাজের যা অনুসঙ্গ আছে সব ঠিক মতো পরিষ্কার করতে হবে।
এক্ষেত্রে টোনার দিয়ে পরিষ্কার করে ‘ডিপ ক্লিন’ করা উপকারী।
তারপর সাধারণ পানিতে দিয়ে পরিষ্কার করে, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
চুল পরিচর্যার ক্ষেত্রে মাথায় তেল মালিশের পর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। না হলে জমে থাকা ধুলা-ময়লার কারণে চুলে ক্ষতি হতে থাকবে।
আবার চুলে কোনো ধরনের স্প্রে করা থাকলে সেটাও দ্রুত তুলে ফেলতে হবে। মনে রাখতে হবে, যে কোনো চুলের স্প্রে চার-পাঁচ ঘণ্টার বেশি না রাখা ভালো।
আরও পড়ুন
চুলের আর্দ্রতা রক্ষায় তেলের বিকল্প