উজ্জ্বল ত্বকের জন্য প্রাকৃতিক প্যাক

হাতের নাগালে থাকা প্রাকৃতিক উপাদান দিয়ে দূর করা যায় ত্বকের নানান সমস্যা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2019, 10:30 AM
Updated : 5 Nov 2019, 10:30 AM

বয়স বৃদ্ধি, দূষণ এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে ত্বক হয়ে যায় নির্জীব। এছাড়াও ত্বকে দেখা দেয় নানান সমস্যা। ত্বকের সমস্যা দূর করতে প্রাকৃতিক কিছু উপাদানের তৈরি প্যাক খুব ভালো কাজ করে।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাকৃতিক উপাদান দিয়ে প্যাক তৈরি করে ত্বকের যত্ন নেওয়ার কিছু পদ্ধতি এখানে দেওয়া হল।

* এক টেবিল-চামচ লেবুর রসের সঙ্গে চীনাবাদামের তেল মিশিয়ে মূখে মাখুন। এতে ব্ল্যাক হেড্স ও ব্রণ দূর হবে।

* কালো দাগ ও অসমান ত্বকের ওপর অ্যালো ভেরার জেল দিনে দুইবার করে লাগান। এটা ত্বকের বাহ্যিক সমস্যা দূর হবে।

* কাঁচা দুধে জায়ফল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে তা ব্রণের উপরে লাগান। এটা দাগ পড়া রোধ করবে।

* তিন টেবিল-চামচ মধুর সঙ্গে এক চা-চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রণের উপরে লাগান। সকালে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ব্রণের সমস্যা দূর হবে।

* এক চিমটি হলুদের গুঁড়া এবং এক চা-চামচ পুদিনার রস পরিষ্কার ত্বকে লাগান। এই প্যাক ব্রণ ও ব্ল্যাক হেডসের সমস্যা দূর করতে কার্যকর ভূমিকা পালন করে। 

* চন্দনের গুঁড়া এবং কালো ছোলার ডাল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। মিশ্রণটি মুখে মেখে সারা রাত রেখে দিন। পরদিন সকালে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

আরও পড়ুন