গরমে প্রশান্তিতে হয়ে যাক এক গ্লাস দুধের লাচ্ছি।
Published : 10 Apr 2024, 04:06 PM
শুধু দুধ দিয়েও লাচ্ছি তৈরি করা যায়।
আর এই সহজ রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
তরল দুধ ২ গ্লাস
চিনি স্বাদ মতো
ঠাণ্ডা পানি ১ কাপ
একটি ব্ল্যান্ডার
পদ্ধতি
প্রথমে ব্লেন্ডারের জগে দুধ নিয়ে স্বাদ মতো চিনি ও ঠাণ্ডা পানি দিন।
যতক্ষণ পর্যন্ত না ঘন ফেনা হচ্ছে ততক্ষণ ব্লেন্ড করুন।
তারপর সুন্দর একটি গ্লাসে ঢেলে পরিবেশন করুন তরল দুধের লাচ্ছি।