গায়ে মাখার অলিভ অয়েল দিয়ে চুলের পরিচর্যা করা সম্ভব।
Published : 23 Apr 2024, 05:52 PM
খাওয়ার জন্য ব্যবহার হয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তবে দেহে মাখার জন্য যে জলপাইয়ের তেল ব্যবহার করা হয় সেটা ত্বক যেমন করে কোমল তেমনি চুলেও আনে উজ্জ্বলতা।
জলপাইয়ের তেল উপশমকারী উপাদান হিসেবে কোমল ও আর্দ্র করার পাশাপাশি চুলের ওপরে আর্দ্রতাকারী সুরক্ষা স্তর তৈরি করে।
রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক’য়ের ‘লুইস ও’কনর স্যালন’য়ের রং বিশেষজ্ঞ টিফানি রিচার্ডস বলেন, “জলপাইয়ের তেলে থাকা ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট চুল আর্দ্র ও মসৃণ করে। এটা আমার অনেক পছন্দের একটি তেল। চুল খুব শুষ্ক অনুভূত হলে এই তেল মাথার ত্বক ও চুলে আগা পর্যন্ত ব্যবহার করে থাকি।”
তবে চুল খুব পাতলা হলে এই তেল ব্যবহার না করাই ভালো। কারণ এটা ভারী হওয়াতে চুল কিছুটা চিপসে ও চিটচিটে দেখায় ।
ব্যবহার পদ্ধতি
বিভিন্নভাবে চুলে ব্যবহার করা যায়
চুলে তেল দেওয়া: জলপাই তেল কুসুম গরম করে নিতে হবে। তারপর চুল কয়েকভাগে ভাগ করে মাথার ত্বকে আলতোভাবে তেল মালিশ করতে হবে। এতে রক্ত সঞ্চালন বাড়ে।
সারা রাত মাথায় ক্যাপ পেঁচিয়ে রেখে পরদিন সকালে শ্যাম্পু করে নিতে হবে।
ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট: এটা চুল গভীর থেকে কন্ডিশনিং করতে সহায়তা করে। কুসুম গরম তেল ব্যবহার করে ১০ থেকে ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করার পরিবর্তে কন্ডিশনার বা পাতলা কোনো তেলের সাথে এই তেল মিশিয়ে সহজে মাথায় ব্যবহার করা যায়।
এতে ডিপ কন্ডিশনারের কাজ করে বলে জানান, রিচার্ডস।
আগা ফাটার সমাধান: চুলের আগা ফাটা কমাতে হাতের তালুতে কয়েক ফোঁটা জলপাইয়ের তেল নিয়ে ঘষে গরম করে নিতে হবে। এরপর আলতোভাবে চুলের আগায় ব্যবহার করতে হবে। এতে চুলের কিউটিকলগুলো আবদ্ধ থাকে। আর আগা ফাটা সমস্যা কমে।
চুল থেকে জলপাই তেল তোলার উপায়
জলপাইয়ের তেল কিছুটা ভারী তাই চুল থেকে তোলার জন্য কিছুটা পরিশ্রমের প্রয়োজন হয়।
রিচার্ডস বলেন, “সাধারণত দুবার শ্যাম্পু করার মাধ্যমে জলপাইয়ের তেল ধুয়ে ফেলা যায়।”
প্রথমবার ধোয়ার ফলে তেল আলগা হতে থাকে আর ওঠা শুরু করে। দ্বিতীয়বার ধোয়ার ফলে চুলের ভেতর থেকে পরিষ্কার হয়।
“আমি সাধারণত চুলের আগায় শ্যাম্পু করার পক্ষপাতী নই। যদি না চুল খুব বেশি চিটচিটে হয়ে থাকে। তবে ভারী তেল ব্যবহারের পর সেটা সম্পূর্ণভাবে তুলে ফেলতে চুলের আগাগোড়া সমানভাবে পরিষ্কার করা প্রয়োজন” বলেন এই কেশ বিশেষজ্ঞ।
জলপাই তেলের গন্ধ ভালো না লেগে থাকলে এর সাথে সামান্য সুগন্ধি প্রসাধনী ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন