জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
Published : 15 Mar 2025, 10:37 AM
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে মানসিক স্বচ্ছতা ব্যবসায়ীদের অন্য প্রতিযোগীদের থেকে আপনাকে একক প্রাধান্য প্রদান করবে। কাজের চাপ বিবাহিত জীবনকে ব্যাহত করেছিল। তবে এ সময় সব অভিযোগ বিলীন হয়ে যাবে। সপ্তাহের মাঝদিকে একান্ত আপনজন ছাড়া কাউকে বিশ্বাস করা ঝুঁকি নেওয়ার সামিল হবে। ছোটখাট বিপদ আসতে পারে। নিজের দৃঢ় মনোবলের মাধ্যমে সেটা দূর করুন। সপ্তাহের শেষদিকে যে সব শিক্ষার্থীরা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন তারা পছন্দের স্কুল/ কলেজে ভর্তীর সুযোগ পাবেন। দেশের বাইরে যাওয়ার কোনো না কোনো সুযোগ আসতে পারে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে উচ্চ ক্যালরির খাবার এড়িয়ে চলুন। আর শরীরচর্চায় লেগে থাকুন। যদি স্বাস্থ্যের যত্ন না নেন তবে চাপ অনুভব করতে পারেন। প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন। সপ্তাহের মাঝদিকে ভুল বোঝাবুঝির একটা খারাপ পর্বের পর, সঙ্গীর মাধ্যমে সময়টি প্রেমময় ও মঙ্গলময় হয়ে উঠবে। স্বল্প বেতনভূগীরা চাকুরীর পাশাপাশি ব্যবসা আরাম্ভ করলে ভালো করবেন। সপ্তাহের শেষদিকে মাথা ঠাণ্ডা রেখে কাজ না করলে কারও সঙ্গে বিবাদ বাধতে পারে। রাস্তা ঘাটে চলাফেরা বা গাড়িতে ওঠা নামায় বিশেষ সতর্কতা অবলম্বন করুন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে। চারপাশে তাকান সব কিছু গোলাপি হয়ে উঠবে। এই সময় প্রেম করার সুযোগ না হারালে সমগ্র জীবন সময়টি ভুলবেন না। সপ্তাহের মাঝদিকে সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই, হাসির কোনো শব্দ নেই। হৃদ-স্পন্দন করতে ভুলে গেছেন। স্বাস্থ্য সম্বন্ধে যত্নবান হোন। বিশষ করে রক্তচাপের রোগীরা। সপ্তাহের শেষদিকে যে কোনো উপায়ে সঙ্গীকে বিরক্ত করা এড়িয়ে চলুন। বিরক্ত করা প্রায়ই দোষারোপ ও দ্বায়িত্ব জ্ঞানহীন মন্তব্যে গড়ায়। যা দুজনকেই আবেগের দিক থেকে অহেতুক আঘাত করে।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে অফিসের চিন্তা বাড়িতে আনবেন না। এতে পারিবারিক সুখ নষ্ট হয়। বরং অফিসেই কাজ সামলিয়ে পারিবারিক আনন্দ উপভোগ করুন। পারিবারিক অনুষ্ঠানের জন্য এটি একটি শুভ সময়। সপ্তাহের মাঝদিকে চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ করা যাবে। আর হৃদস্পন্দন বেড়ে যাবে। কারণ আপনি স্বপ্নের প্রেমিক/ প্রেমিকার দেখা পাবেন। সপ্তাহের শেষদিকে কোনো অপ্রিতিকর ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখির হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ কারণে নিরুৎসাহিত হওয়া উচিৎ নয়। পরিবর্তে এটি থেকে কিছু শিক্ষা নেওয়া উচিৎ।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে আত্মীয়দের সঙ্গে দেখা করে সামাজিক বাধ্যবাধকতাগুলো পূরণ করতে পারেন। সারাদিন বিরক্ত হওয়ার পরিবর্তে একটি ভালো বই পড়ুন বা একটি ব্লগ পোস্ট লিখুন। সপ্তাহের মাঝদিকে একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলো ও বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন। উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত। সপ্তাহের শেষদিকে আপনি কি জানেন, সঙ্গী আপনার জন্য দেবদূত। এ সময় পর্যবেক্ষণ করুন। আর অনুভব করুন।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে বিনিয়োগের যে বিষয়গুলো নিজের কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুটিয়ে দেখুন। কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে। সপ্তাহের মাঝদিকে সেই সব আত্মীয়দেরকে আবার কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময় সাহায্য করেছেন। ছোট ইঙ্গিতে তাদের উদ্দীপনা বাড়িয়ে তুলবে। সপ্তাহের শেষদিকে কাজে সম-মানসিকতার বন্ধুদের সাহায্য নিন। তাদের সময়োচিত সাহায্য আপনার জন্য গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হবে। পারিবারিক দায়বদ্ধতাগুলো অবিলম্বে মনোযোগের প্রয়োজন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে জীবনকে উপভোগ করার চাহিদা কতটা দেখে নিন। যোগ ব্যায়ামের সাহায্য নিন- যা আপনাকে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে, যাতে মেজাজের উন্নতি হয়। সপ্তাহের মাঝদিকে কমিশন, ডিভিডেন্ট বা রয়্যাল্টি থেকে লাভ পাবেন। একটি উত্তজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। সপ্তাহের শেষদিকে ঘনিষ্ট আত্মিয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর দিয়ে শুরু হবে। কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে বিচক্ষণতা ব্যবহার করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে আকস্মিক অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ প্রয়োগ করতে পারে। সমস্যা হল টাকা ঝুলে থাকবে। সম্ভবত বেশি খরচ করবেন। অসতর্কতার কারণে কিছু লোকাসান নিশ্চিত হবে। সপ্তাহের মাঝদিকে কমনীয়তা ও বুদ্ধি ব্যবহার করলে মানুষদের নিজের পথে নিয়ে আসতে পারবেন। ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ সামনেও মৌখিক প্রশংসা করবে। সপ্তাহের শেষদিকে ভালো অর্থ উপার্জন করবেন। তবে খরচ বৃদ্ধির ফলে সঞ্চয় করা কঠিন হবে। রক্ষণশীল বিনিয়োগের সঞ্চয়ে অধিকতর লাভবান হবেন।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে উদ্বেগের মধ্যে শক্তির অপচয় করবেন না আর ভবিষ্যতের জন্য একটি সৃজনশীল পরিকল্পনা আঁকুন। এমন ব্যক্তির সঙ্গে সংযুক্ত হোন যারা প্রতিষ্ঠিত ও ভবিষৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অর্ন্তদৃষ্টি প্রদান করতে পারেন। সপ্তাহের মাঝদিকে বিনোদন ও রূপচর্চায় বেশি খরচ নয়। বিতর্ক ও মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে দোষ খোঁজা এড়িয়ে চলুন। অর্থ ব্যয় মনকে নিরানন্দ করবে। সপ্তাহের শেষদিকে নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্যকে আপনার করা সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে। মেধা ক্ষমতাই আপনার অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে কাজের জায়গায় মানুষজনকে চালনা করুন। যেহেতু আন্তরিকতা আপনাকে অগ্রগতিতে সাহায্য করবে। কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে। বিশেষ করে যদি সব কিছু কৌশলী হাতে না সামলান। সপ্তাহের মাঝদিকে সামাজিক জীবনেও অবহেলা করবেন না। ব্যস্ত সময়ের মধ্য থেকে সময় বের করে স্বপরিবারে অনুষ্ঠানে যান। এতে মন ভালো থাকবে। সঙ্কোচও সরে যাবে। সপ্তাহের শেষদিকে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ও টাকা খরচ উপভোগ করতে মন চাইবে। আমোদ প্রমোদ ও বিলাসিতায় বাজে খরচ করবেন না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে আর্থিক দিক থেকে খুব উদার হলে একটি ভ্রমণে অংশগ্রহণ করতে পারেন। কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। সঙ্গী প্রেম ও সংবেদনের একটি আলাদা পৃথিবীতে রাজত্ব করাতে পারে। সপ্তাহের মাঝদিকে আইটি চাকুরিজীবীরা এ সময় বিদেশ থেকে কোনো ডাক পেতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য একাগ্রতা বজার রাখতে হবে। সপ্তাহের শেষদিকে নিজের ও পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে এই সময় কাজে লাগাতে পারেন। নিজের সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা আপনাকে অত্যন্ত সাহায্য করবে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ট সান্নিধ্য আনবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য একটু সাবধানে চলতে হবে। বিপদে মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে। দুরাচার লোকদের থেকে নিজেকে দূরে রাখুন। রাস্তা ও যানবাহনে সতর্কভাবে চলাফেলা করুন। সপ্তাহের মাঝদিকে আমদানি ও রপ্তানি করা পণ্য পাইকারীভাবে বাজারজাত করুন। সপ্তাহের শেষদিকে যদি কর্মক্ষেত্রে অনেকদিন ধরে সংগ্রাম করে থাকেন তবে এখন সত্যি একটি ভালো সময় হতে যাচ্ছে। বিতর্ক বা অফিস রাজনীতি সব কিছুতেই শাসন করবেন।
আরও পড়ুন