জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
Published : 01 Jan 2025, 12:10 PM
রাশি অনুযায়ী এ বছরের অর্থনৈতিক অবস্থা কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্র-মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের আর্থিক-বিষয়ে পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) এ বছর সম্পত্তি সংক্রান্ত সুবিধা পেতে পারেন। যার জন্য বছরের প্রথমার্ধে বিনিয়োগ লাভজনক আশা করা যায়। বৃহস্পতির আশীর্বাদে আরও ভালো বৃদ্ধি দিতে সঞ্চয় বাড়াতে এবং একটি পরিবারের জন্য আর্থিক সহায়তা থাকতে পারে। তবে সব কিছুই নির্ভর করবে কীভাবে অগ্রাধিকারের কথা সামনে রেখে স্বল্প ও দীর্ঘমেয়াদে আর্থিক পরিকল্পনা করবেন সেটার ওপর। স্বভাবগত ভাবেই আপনি অমিতচারী। তবে অতিরিক্ত খরচের জন্য কখনও আর্থিক হতাশা দেখা দিতে পারে। তাই প্রথম থেকেই সাবধান হওয়া উচিত। আর্থিক সুবিধা পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে আগ্রাসী মনোভাব ত্যাগ করতে পারলেই প্রত্যাশানুযায়ী উপার্জন করতে পারবেন।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) এ বছর আর্থিক ও অর্থ সম্পর্কিত আকাঙ্ক্ষাগুলো পূরণ করা সম্ভব এবং চাওয়া পাওয়া পূরণ হওয়া সম্ভবপর। এ বছরের দ্বিতীয়ার্ধে আর্থিক সুবিধা বৃদ্ধি দেখা যায়। মে মাসের পর থেকেই আর্থিক পরিস্থিতি চমৎকার থাকবে। তবে ব্যয়গুলো বাড়তে থাকবে। আর যদি সেগুলো যথাযথভাবে পরিচালনা করতে না পারেন তবে আর্থিক অসুবিধা ব্যাপক হবে। বেতভোগী কর্মচারীরা এ বছর অপ্রত্যাশিত উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হবেন। তাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি আশাতিরিক্ত হতে পারে। ব্যবসায়ীরা ব্যবসা জাকজমক হওয়াতে অপরিসীম আনন্দ উপভোগ করবেন। স্থায়ী দ্রব্যের ব্যবসা শুভ হবে। সতর্কতার সাথে ব্যবসা করলে খুবই সফল হবেন। এ বছর নতুন উদ্যোগগুলো লাভজনক হবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) এ বছরের শেষদিকে অর্থ ও আর্থিক বিষয় সম্পর্কিত ইচ্ছা পূরণ করতে প্রস্তুত। আর্থিক সুবিধা পাওয়ার জন্য একাধিক উপায় থাকতে পারে। তাই প্রচেষ্টা ও পদ্ধতির বিষয়ে সতর্ক থাকতে হবে। যে কোনো ধরনের বড় বিনিয়োগ করার আগে সঠিক বিচার বিশ্লেষণ করতে হবে। কারও কারও নতুন ব্যবসায়িক পরিকল্পনা থাকতে পারে যা অর্থনৈতিক সুবিধা নিয়ে আসতে পারে। কেউ কেউ বহুজাতিক প্রতিষ্ঠানে সম্মানজনক পেশাদার জীবন তৈরি করতে সক্ষম হবেন। যা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বড় ধরনের অর্জন হতে পারে। নতুন ব্যবসায়িক কৌশলের ফল রাজস্ব বাড়তে পারে। তবে শেয়ার বাজার ও মূলধন বিনিয়োগের ফলাফল বিপজ্জনক হতে পারে।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) বছরের প্রথমার্ধে প্রত্যাশিত অর্থনৈতিক লাভ অর্জনে দেরি হতে পারে। পরিবার ও সম্পত্তি আর্থিক লাভ এনে দিতে পারে। তবে ধৈর্য্য ধরতে হবে। আর সব কিছু ভালো মতো যাচাই বাছাই করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারও পক্ষে বিদেশি সম্পত্তি ও জমি-জমা অর্জন করা সম্ভব। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ঋণ দিয়ে দিয়ে থাকলে সেগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। তবে সম্পত্তি সংক্রান্ত ক্ষতি পুনরুদ্ধার করা চ্যালেঞ্জ হতে পারে। প্রতিটি পদক্ষেপ ধীরে যথাযথ পরিশ্রমের মাধ্যমে নিতে হবে। মেশিনারী ও ম্যানুফ্যাকচারিং কর্মের স্বাভাবিক আকর্ষণ, অর্থ সম্পদকে নিরাপত্তার হাতিয়ার মনে করে। তরল পদার্থের ব্যবসা করলে এবং আমদানী রপ্তানির ব্যবসায় সাফল্য আসতে পারে। আয় ব্যয়ের হিসাবে স্ত্রীকে সম্পৃক্ত করুন। কেনাকটা ও কারও মন তুষ্টিতে হাত খালি হওয়ার সম্ভাবনা। সামাজিক যোগাযোগের ও অনলাইন ব্যবসায় কারও মেধা-মনন সম্পর্কিত পেশায় ক্ষেত্রে ভালো আয় ও আর্থিক অবস্থার উন্নতি হবে।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) এ বছর অতীতের ভুলগুলো খনন করা এড়াতে ও প্রকল্পের কাজগুলো শুরু করতে পরামর্শ রয়েছে। আগের ক্রুটিগুলোর ওপর মনোযোগ না দিয়ে এ বছর ধারণা ও কাজগুলোতে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অপ্রত্যাশিতভাবে কোনো বিত্তবান বা উচ্চমর্যাদার অধিকারী ব্যক্তির সুনজরে পড়ায় উপরন্তু রুটিন মেনে কাজকর্ম সম্পন্ন করার জন্য আর্থিক সফলতা লাভ করবেন। বিবেচকের মতো বিনিয়োগ করুন। সন্তানদের সহায়তায় অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন। বাড়তি টাকা পয়সা একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে ফেরতের প্রতিশ্রুতি দেবে। ধৈর্য্যের সাথে ব্যবসায়িক প্রকল্পগুলোতে মনযোগ দিন। হতাশ হওয়ার কিছু নয়। ব্যবসায়িকভাবে ভালো একটি অর্থনৈতিক সুযোগ পেয়ে যেতে পারেন। সামনে অনেক নতুন প্রকল্পের বা আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে। কোনো প্রতিশ্রুতি করার আগে ভালোভাবে দেখে নিন।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) প্রথম চার মাসে ব্যবসা সম্পর্কিত কাজ থেকে আর্থিক লাভ ও স্ত্রীর কাছে আর্থিক সহায়তা পেতে পারেন। কেউ কেউ পরিবারের কাছ থেকে আর্থিক সহায়ত পেতে বিলম্বের সম্মুখীন হতে পারেন। তাই ধৈর্য্য ধরতে হবে। কেউ হয়ত যানবাহন কেনা বা মেরামতের জন্য অর্থ ব্যয় করতে পারেন। এ বছর গ্রহগুলোর কঠিন গতিবিধি হতে নির্দেশিত হিসাবে প্রথম ত্রৈমাসে একটি খারাপ সিদ্ধান্ত নেওয়ার ফলে কেউ কেউ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। বড় বিনিয়োগ ও আর্থিক সিদ্ধান্তের বিষয়ে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া সহায়ক হবে। অবশ্যই রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করার কথা বিবেচনা করবেন। সহজেই মূলধন অনাদায়ী ঋণ যোগাড় করতে পারবেন। বা নতুন প্রকল্পের কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) বছরটি বিস্ময়কর হতে পারে। নিয়মতান্ত্রিক বছর হওয়াতে আর্থিক আয় এমনকি একাধিক উৎস থেকে আয় হওয়াতে আর্থিক উন্নতি যথেষ্ট হতে পারে। স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড ও বন্ডগুলোতে বিনিয়োগের জন্য একটি ভালো অবস্থান আশা করতে পারেন। শুধু মনে রাখাবেন মঙ্গলবার বিনিয়োগ শুরু করবেন না। বাড়িতে খুব বেশি নগদ অর্থ রাখা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব বিভিন্ন জায়গায় বিনিয়োগ করলে পরিবার সারা বছর আথিকভাবে সন্তুষ্ট থাকবে। সমস্ত আর্থিক লক্ষ্যগুলো পরিষ্কারভাবে নির্ধারণ করতে হবে যাতে সেগুলো ভালোভাবে পরিচালনা করতে পারেন। একটি পরিষ্কার কৌশলগত আর্থিক পরিকল্পনার সাথে কাজ করতে এটি ব্যবহার করুন। হুজুগে ব্যবসায় কেউ পুঁজি খাটাবেন না। যৌথ ব্যবসায়ে প্রচুর লাভবান হবেন। অধিক অর্থ সমাগম হবে। বছরের প্রথম দিকে আর্থিক সঞ্চয়ের সম্ভাবন ক্ষীণ। তবে বছরের শেষভাগ আর্থিক সাফল্যের সর্বোকৃৎষ্ট সময়।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) বছরের শুরুতেই একটি আর্থিক সমৃদ্ধির ইঙ্গিত দেয়। পুরানো বিনিয়োগ থেকে ভালো পুরস্কার পাওয়ার আশা করতে পারেন। গ্রহের গতিবিধি এ বছর আর্থিক সমৃদ্ধি অনুকূল হলেও বিলাসিতার কারণে, ভুল ক্রেতা/ বিক্রেতার কারণে অর্থ নাশের যোগ রয়েছে। তাই এর জন্য ভালো পরিকল্পনা থাকা উচিত। বিদেশি বন্ড বা স্টক মার্কেট থেকে আর্থিক উন্নতির যথেষ্ট সম্বাবনা। অর্থ বিত্ত খ্যাতি প্রতিপত্তি সবই এ বছর পেতে পারেন। যাবতীয় চঞ্চলতা পরিহার করে দীরস্থীর ভাবে পরিকল্পিত পদ্ধতি কঠোর পরশ্রম করে চলুন। বাজারের একটি উত্থান সম্ভবত এ রাশির অনেক বিনিয়োগকারীকে এ বছর অপ্রত্যাশিত মুনাফা অর্জন করাতে পারে। তারা বুদ্ধমানের মতো ব্যবসা বাণিজ্য করলে ব্যাপক অর্থ উপার্জন করতে পারেন। এ বছর বিশ্বের সবচেয়ে ধনী বোধ করতে পারেন। কারণ অধীনস্ত ব্যবসায়ীদের আচরণ আপনাকে তাই মনে করাবে। ভাগ্য দেবতা যেন এ বছর আপনার সহায়ক হয়।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) এ বছরের শুরুতে অর্থের ক্ষেত্রে খুব ইতিবাচক ভাগ্য নিয়ে আসবে বলে মনে হয়। অসংখ্য সুযোগের ইঙ্গিত দেয় যা আপনার পথে আসবে। প্রচেষ্টানুযায়ী পুরস্কৃত হচ্ছেন বলে মনে হয়। যা আপনাকে কঠোর পরিশ্রমে অনুপ্রাণিত করতে পারে। সবকিছু ইতিবাচক চিত্রের দিকে প্রবাহিত হতে শুরু করতে পারে। আরও ভালো আর্থিক ফলাফল পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত পুরানো সমস্যা পথে আসতে পারে। বছরের শুরুতেই এই বিষয়ে মনোনিবেশ করতে পারেন। মাঝামাঝি সময়ে আর্থিক পরিকল্পনার সাফল্যের কাঙ্ক্ষিত স্তর খুঁজে নাও পেতে পারেন। নিজেকে অনেক সুযোগের সাথে উপস্থাপন করবেন যা প্রচেস্টার যথাযথভাবে স্বীকৃতি বলে মনে হচ্ছে। আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহিত হতে পারেন। ফল স্বরূপ একটা ভালো প্রবণতার উত্থান দেখতে শুরু করতে পারেন। আর্থিক উন্নতির ফলাফল উন্নত থেকে উন্নততর হতে পারে। এই রাশির জাতক জাতিকারা ইভেন্ট, ভ্রমণ ও দাতব্য প্রচেষ্টায় অর্থ ব্যয় করতে পছন্দ করেন। তারা ভাগ্যবান যে তাদের অর্থ দ্বিগুন হয়ে ফেরত পাবে। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভ পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনবে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) যারা বৈদেশিক উচ্চ শিক্ষায় ও আমদানি রপ্তানির সাথে জড়িত তারা ব্যবসার সাথে সামঞ্জস্য করতে দক্ষ। তাই আয়ের একটি ধ্রুবক প্রবাহ থাকবে। সঞ্চয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবেন। শেয়ার বাজারে বিনিয়োগের একটি চমৎকার সুযোগ দেখা যাবে। পৈত্রিক সম্পত্তির সাথে জড়িত কোনো চলমান আইনি বিবাদে জয়ী হবেন। সেখান থেকে প্রচুর আর্থিক লাভ বিদ্যমান থাকতে পারে। এছাড়া গয়না ব্যবসায়ের সাথে জড়িতরা আশাতীত লাভ অর্জন করতে সক্ষম হতে পারেন। একটি বাড়ি বা জমিজমাতে বিনিয়োগ করে অপ্রত্যাশিত আর্থিক লাভ অর্জন করতে পারেন। ভাগ্যের অনেক ওঠানামা চলবে। ভাগ্য বড় বেশ পরিবর্তনশীল। উচিত হচ্ছে এমন কোনো ব্যবসা করা যা দ্রুত ওঠানামা করে। এ বছর ভ্রমণের সাহায্যে আর্থিক সফলতা আসতে পারে। কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে যা অর্থনৈতিক সাফল্য দিবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) প্রথমার্ধে পুরানো বিনিয়োগর উন্নততি ভালো রিটার্ন দেখা যায়। তাই এ সময়ে সর্বোচ্চ সুযোগ গ্রহণের পরামর্শ দেওয়া হল। বছরের শুরুতেই বৃহস্পতি গ্রহের আশীর্বাদে ভালো উপার্জনের সুযোগ নিয়ে আসতে পারে। কোনো নতুন বিনিয়োগের আগে শুধু একজন অভিজ্ঞ পরামর্শকের সঙ্গে পরামর্শ করতে হবে। সময়মতো নির্দেশনা উপযুক্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। যদিও বুঝতে পারেন কীভাবে অর্থ পরিচালনা করতে হয়। তারপরও শনি গ্রহ অপ্রত্যাশিত সমস্যাগুলা আপনার প্রতিভা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে বড় কোনো আর্থিক সুযোগ আসতে পারে। কখনও কখনও মনের শান্তির জন্য দয়া দক্ষিণা করুন। নিজের অর্থ সাশ্রয়ের ধারণাটি সফল হতে পারে। ফলে যথাযথ সঞ্চয় করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের জীবনে এনে দেবে প্রকৃত আর্থিক উন্নতি। আমদানি রপ্তানি ব্যবসায়ীরা বিদেশ ভ্রমণের মাধ্যমে ব্যবসা ক্ষেত্র সম্প্রসারিত করতে সক্ষম হবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) এ বছর ভালো সুযোগ নিয়ে আসতে পারে যা কিছু ভালো চুক্তিতে হতে পারে। এর ফলশ্রুততে আর্থিক উন্নতি করতে সক্ষম হবেন। তবে আর্থিক বিনিয়োগগুলো খুব সতর্কতার সাথে করতে হবে। এ বছর সম্ভবত চমৎকার সম্ভাবনা প্রদান করবে যা লাভজনক ব্যবসায়িক লেনদেনর দিকে পরিচালিত করতে পারে। তাই আর্থিক বিকাশ তরান্বিত করার সম্ভাবনা রয়েছে। বছরের শুরুর দিকে কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে। তাই আর্থিক বিনিয়োগের সাথে জড়িত পরিস্থিতি পরিচালন করার সময় আর্থিক অবস্থা ক্রমাগত উন্নতি হতে পারে। সম্পদ বা জমি জমা ক্রয় বিক্রয়ের মতো অসাধারণ উদ্যোগগুলো পরিচারণা করতে সহায়তা করতে পারে। কখনও দ্বৈত মানসিকতার ভুলে ব্যবসায়ে আর্থিক ক্ষেত্রে পিছিয়ে পড়ার সমূহ সম্ভাবনা। ব্যবসা সংক্রান্ত কাজে বিদেশের সাথে আমদানি/ রপ্তানি কাজ সমুদ্রবাহিত যে কোনো কারবার যথেষ্ঠ সফলতা ও লাভ করতে পারেন। কখনও ব্যবসা আগের মতো নাও চলতে পারে। সতর্ক থাকুন। তবে আর্থিক সমস্যার সমাধান ও কর্ম ব্যবসার জটিলতা নিরসন হবে। এ বছর আর্থিক দিক দিয়ে খুবই ভাগ্যবান। অর্থ এ বছর অন্যতম আকর্ষণীয় লক্ষ্য বস্তু হবে। বাড়িগাড়ি সম্পদ সবই করায়ত্ত হতে পারে।
আরও পড়ুন