জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
Published : 08 Mar 2025, 12:24 PM
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় জড়িতরা উন্নতি ও অবিশ্বাস্য লাভবান হতে পারেন। পারিবারিক অনুষ্ঠানে ও গুরুত্বপূর্ণ সমারোহের জন্য এটি একটি শুভ সময়। আয়েস করার জন্য ঘনিষ্ট বন্ধুদের সঙ্গে সময় কাটান। সপ্তাহের মাঝদিকে সময়, কাজ, অর্থ, বন্ধু, পরিবার, আত্মীয় সবাই একদিকে আর সঙ্গীর সঙ্গে অন্যদিকে থাকবেন। সপ্তাহের শেষদিকে বিভিন্ন উত্তেজনা ও মতভেদের মুখোমুখি হতে পারেন। এতে অস্বস্তি ও হতাশাজনক পরিস্থিতির তৈরি হওয়ার সম্ভাবনা আছে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে ঘনিষ্ট আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর দিয়ে দিনটি শুরু হবে। আত্মীয়রা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছু হবে। কোনো মূল্যবান উদ্যোগের চুক্তিবদ্ধ হওয়ার আগে বিচক্ষণতা ব্যবহার করুন। সপ্তাহের মাঝদিকে ঘরে উৎসবের বার্তাবরণে আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে, আপনি নীরব দর্শক না হয়ে এতে অংশ গ্রহণ করবেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দমুখর সময় হবে। সপ্তাহের শেষদিকে প্রেমে সৌভাগ্যের সময়। সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান, একে অপরকে ভালো করে জানা বোঝার জন্য প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে কমিশন, ডিভিডেন্ট বা রয়্যালটি থেকে লাভ পাবেন। নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াতে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে। সপ্তাহের মাঝদিকে পরিবারসহ কোনো নিকট আত্মীয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারেন আর এটি অবশ্যই ভালো সময়। তবে আলাপ আলোচনায় সতর্ক থাকুন। সপ্তাহের শেষদিকে পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়াতে উপকৃত হবেন। নিজের পরিবারের সদস্যদের প্রয়োজন আপনার কাছে অগ্রাধিকার থাকা উচিত।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে। ক্রমাগত ইতিবাচক চিন্তা পুরস্কৃত হবে। প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা। সপ্তাহের মাঝদিকে একটা উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। সপ্তাহের শেষদিকে আত্মীয়রা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক হবেন। আপনার চিন্তার অতীত ভাই/বোন প্রয়োজনে অধিক সহায়ক হবেন।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে খুব বেশি সময় ও অর্থের অপব্যয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। অর্থব্যয় মনকে নিরানন্দ করবে আর খালি পকেট নিয়ে বাড়ি ফিরতে হবে। সপ্তাহের মাঝদিকে যদি বিশ্বাস করেন যে, সময় মহা মূল্যবান তবে সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। সপ্তাহের শেষদিকে যদি আঙ্গুল গলে টাকা বেরিয়ে যাবে, তারপরও সৌভাগ্যশালী নক্ষত্রগুলো টাকার প্রবাহ বজায় রাখবে। দীর্ঘমেয়াদের ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ হবে।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে করা সেচ্ছামূলক কাজ শুধু যে আপনাকে যারা সহায়তা করেন তাদেরকে সাহায্য করবে তাই নয়, বরং নিজেও ইতিবাচক ভাবে দেখতে সাহায্য করবে। প্রেম সবসময়ই গভীরভাব পূর্ণ, এ সময় সেটার অভিজ্ঞতা লাভ করবেন। সপ্তাহের মাঝদিকে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ও টাকা খরচ উপভোগ করতে মন চাইবে। সম্ভবত বেশি খরচ করবেন বা অসতর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে। সপ্তাহের শেষদিকে অসাধারণ মেধার ক্ষমতা, আপনার অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে। সময়টা ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক সময় হতে চলেছে। প্রেমে মস্তিষ্ক ব্যবহার করুন। যেহেতু ভালোবাসা সর্বদাই অন্ধ হয়।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে একটি চমৎকার সময় বলে মনে হয়। তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না, যাতে পরে খারাপ লাগে। কর্মক্ষেত্রে উত্থিত কোনো বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ ও সাহসী হোন। সপ্তাহের মাঝদিকে এমন ব্যক্তির সাথে সংযুক্ত হোন যারা প্রতিষ্ঠিত ও ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারি। সামাজিক কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে। সপ্তাহের শেষদিকে প্রেমঘটিত কোনো ব্যাপারে না জড়ানো ভালো। মিথ্যে অভিযোগ বা বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে সাবধান। আয় ও ব্যয়য়ের মধ্যে সমতা রেখে চলুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। তারপরও সঙ্গী, প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। সপ্তাহের মাঝদিকে শুরু থেকে শেষ পর্যন্ত এ সময় কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। যোগাযোগ কৌশল ও কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। বস কাজে খুশি হয়ে পদোন্নতি দিতে পারেন। সপ্তাহের শেষদিকে অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। প্রেমের জীবন ভালো দিকে মোড় নিতে যাচ্ছে। কারণ একট ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে উচ্চ রক্তচাপের কোনো সমস্যা থঅকলে সাবধানে থাকুন। দীর্ঘ ভ্রমণের সময় বিপদের সম্ভাবনা। জনসম্মুখে বেশ রটনা ঘটতে পারে। উত্তরাধিকার সূত্রে উইলের মাধ্যমে দানসূত্রে লাভবান হতে পারেন। সপ্তাহের মাঝদিকে দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না। তবে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে। এটি এমন একটি সময় যখন রোমাটিক ভ্রমণে যেতে পারেন। সপ্তাহের শেষদিকে ঊর্ধ্বতন কারও কাছ থেকে সবদিক দিয়ে ঠিক হওয়ার পরেই ফাইল হস্তান্তর করুন। অফিসে যে কাজ এখন করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে উপকারে লাগবে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে বিবাহ শুধুমাত্র একটি ছাদের নিচে বসবাস করা নয়, জীবনসঙ্গীর সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ। বিবাহিত দম্পতিরা একসঙ্গে বসবাস করে, এটা সব সময় রোমান্টিক হয় না। তবে এ সময় সত্যি সত্যিই রোমান্টিক হবে। সপ্তাহের মাঝদিকে এমন ব্যক্তির সঙ্গে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে। ছোট দুর্ঘটনার পূর্বাভাস দেখা যায়। তাই সঙ্গে শিশু ও বয়স্কদের প্রতি সতর্কতা অবলম্বন করা দরকার। সপ্তাহের শেষদিকে যদি একটি দীর্ঘ যাত্রার যাওয়ার পরিকল্পনা করেন তবে স্বাস্থ্য ও শক্তি সংরক্ষণের অভ্যস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে যদি স্পষ্টই চাপ অনুভব করেন তবে আরও বেশি সময় বাচ্চাদের সঙ্গে সময় কাটান। তাদের উষ্ণ আলিঙ্গন বা একটি নিষ্পাপ হাসিও আপনাকে দুর্দশা ভুলে থাকতে সাহায্য করবে। সপ্তাহের মাঝদিকে প্রেম, চুম্বন, আলিঙ্গন বা মজা- এ সময় সঙ্গীর সঙ্গে রোমান্স করার সময়। মানসিক স্বচ্ছতা ব্যবসায়ে অন্য প্রতিযোগীদের থেকে আপনাকে একক প্রাধান্য প্রদান করবে। সপ্তাহের শেষদিকে বুঝতে হবে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর। আর এটি মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে। দুর্ঘটনার যোগ রয়েছে। চলাচলে সাবধান হোন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল, বায়ু, রোদ প্রজাপতি সব থাকে- আপনি এ সময় রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। ভালোবাসার মানুষকে কঠোর কিছু বলা থেকে বিরত থাকুন, যাতে সম্পর্ক দৃঢ় হয়। সপ্তাহের মাঝদিকে বিভিন্ন উত্তেজনা ও মতভেদের সামনা-সামনি করতে পারে যা অস্বস্তিকর ও উত্যক্ত বোধ করবেন। শরীর নিয়ে উৎকণ্ঠা দেখাবেন না। এতে অসু্স্থতা বাড়ে। সপ্তাহের শেষদিকে এ সময় বুঝতে পারবেন, জীবনসঙ্গী স্যাকারিনের চেয়ে মিষ্টি। কাজের চাপ বিবাহিত জীবনকে ব্যাহত করেছিল তবে এ সময় সব অভিযোগ বিলীন হয়ে যাবে। সঙ্গী/ স্বামী/ স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করতে পারে। যে সমস্ত ব্যবসায়িক উদ্যোগুলো আটকে রেখেছিলেন সেগুলো আবার সক্রিয় হতে পারে।
আরও পড়ুন