রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে কফির তৈরি বিভিন্ন প্যাক সম্পর্কে জানানো হয়।
মুখের যত্নে
কফিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা বিভিন্ন বিষাক্ত প্রভাব থেকে রক্ষা করে ত্বকে বলিরেখা পড়তে দেয় না। পাশাপাশি পরিবেশ দূষণ, সিগারেটের ক্ষতিকর প্রভাব থেকেও ত্বককে রক্ষা করে।
২ টেবিল-চামচ কফির সঙ্গে ২ টেবিল-চামচ কোকো পাওডার, ৩ টেবিল-চামচ দুধ ও ১ টেবিল-চামচ মধু ভালোভাবে মিশিয়ে মুখে লাগাতে হবে। তারপর ১৫ মিনিট অপেক্ষা করে হালকা গরম তোয়ালে দিয়ে মুখ মুছে ফেললেই ত্বক হবে উজ্জ্বল, সুন্দর এবং বলিরেখা মুক্ত।
চুলের যত্নে
কফি ব্যবহার করলে একদিকে চুল যেমন মসৃণ ও কোমল হয়, অন্যদিকে মাথা মালিশ করার সময় কফিতে থাকা ক্যাফেইন দ্রুত চুল গজাতে সাহায্য করে।
প্রথমে এক কাপ গরম স্ট্রং কফি তৈরি করে তার সঙ্গে অর্ধেক কাপ পানি মেশান। এরপর কসুম গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর গোসলের সময় প্যাকটি মাথার ত্বক ও চুলে লাগিয়ে একটি প্লাস্টিক ক্যাপ দিয়ে মাথা ২০ মিনিট ঢেকে রাখতে হবে। সবশেষে খুবই হালকা গরম পানিতে ধুয়ে ফেললেই চুল হবে মসৃণ ও রেশমি।
শরীরের যত্নে
কফি ত্বক থেকে বাড়তি তেল শুষে নিয়ে খোলা লোমকূপ বন্ধ করতে সাহায্য করে।
এক কাপ কফির সঙ্গে আধাকাপ সাদা বা বাদামি চিনি এবং এক কাপ নারিকেল তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গোসলের পর ত্বক ভেজা অবস্থায় ত্বকের তৈলাক্ত স্থানে এক মিনিট স্ক্রাব করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেললে উপকার পাওয়া যাবে।