কাঁচা কলা দিয়ে চিকেন কারি

মুরগির মাংসের মজার ব্যঞ্জন তৈরি করুন রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2019, 08:13 AM
Updated : 28 Nov 2019, 08:13 AM

উপকারণ: মুরগির মাংস আধা কেজি, ছোট টুকরা করে কাটা। কাঁচা কলা ৩,৪টি। পেঁয়াজ-কুচি ১ কাপ। আদা ও রসুন বাটা এক টেবিল-চামচ করে। ধনে-গুঁড়া ১ চা-চামচ। টালা জিরা-গুঁড়া ১ চা-চামচ। মরিচ-গুঁড়া দেড় চা-চামচ। হলুদ-গুঁড়া ১ চা-চামচ। এলাচ ও লবঙ্গ ৩টি করে। তেজপাতা ও দারুচিনি দুটি করে। টমেটো সস ১ চা-চামচ। তেল পরিমাণ মতো। লবণ স্বাদ মতো। কাঁচামরিচ ৭,৮টি। ধনেপাতা-কুচি পরিমাণ মতো।

পদ্ধতি: কাঁচা কলা ছিলে, বড় চৌক করে কেটে পানিতে ভিজিয়ে রাখুন। প্যানে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ ফোড়ন দিয়ে পেঁয়াজ-কুচি দিন।

পেঁয়াজ হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।

এবার সব বাটা মসলা পাঁচ মিনিট ভেজে গুঁড়া মসলা দিয়ে একটু ভেজে সামান্য পানি ও লবণ দিয়ে কষিয়ে মুরগির টুকরা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন।

মুরগি আধা সিদ্ধ হয়ে গেলে কাঁচা কলা দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নাড়ুন।

আঁচ কমিয়ে ঢেকে দিন। ঝোল ফুটে উঠলে কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখুন। পানি বেশি শুকানো যাবে না। পরে কলা পানি শুষে নেবে।

পছন্দ মতো ঝোল রেখে টালা জিরার গুঁড়া দিয়ে নেড়ে ধনেপাতা-কুচি দিয়ে নামিয়ে নিন।

আরও রেসিপি