কাঁচ-কলার চপ

রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে কাঁচ-কলা দিয়ে তৈরি করুন মজার চপ।

লাইফস্টাইল, ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2019, 06:13 AM
Updated : 18 June 2019, 06:13 AM

উপকরণ: কাঁচা কলা ২টি। আলু মাঝারি ১টি। পেঁয়াজ বেরেস্তা আধা কাপ। ৩ থেকে ৪টি টালা শুকনা মরিচের গুঁড়া। জিরা গুঁড়া আধা চা-চামচ। গরম মসলা সামান্য। কালো গোল-মরিচের গুঁড়া সামান্য। ডিম ১টি। টোস্টের গুঁড়া আধা কাপ। ধনেপাতা-কুচি পরিমাণ মতো। তেল ও লবণ পরিমাণ মতো।

পদ্ধতি:
কাঁচ-কলা ও আলু সিদ্ধ করে ভালো করে চটকে নিন।

কাঁচ-কলার মিশ্রণের সঙ্গে পেঁয়াজ, শুকনা মরিচ ও বাকি উপকরণ ভালো করে মিশিয়ে নিন।

এবার চপের আকারে বানিয়ে নরমাল ফ্রিজে রাখুন এক ঘণ্টার জন্য।

তারপর অল্প তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

ইচ্ছে করলে ডিম ও টোস্টের গুঁড়া কলার মিশ্রণের সঙ্গে না মিশিয়ে, ফেটানো ডিমে চপ চুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে নিয়ে ভাজতে পারেন।

আরও রেসিপি