প্রাণবন্ত দেখাতে ‘ডাবল আইলাইনার’

চেহারার নির্জীবভাব দূর করা যায় উজ্জ্বল মেইক আপের মাধ্যমে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2018, 08:20 AM
Updated : 16 Feb 2018, 08:23 AM

সাজসজ্জা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ‘ডাবল আই লাইনা ‘ লাগানোর কৌশল সম্পর্কে জানা যায়। 

* মুখে ভালো মতো ময়েশ্চারাইজার লাগিয়ে চোখের নিচের কালোদাগ, ফোলাভাব ও অন্যান্য অসমতা দূর করতে ক্লন্সিলার ব্যবহার করুন।  

* নিখুঁত বেইজ তৈরি করার জন্য ফাউন্ডেশন ব্যবহার করে ‘প্রেস্ড পাউডার’ দিয়ে সেট করে নিন। 

* ভ্রু’তে  গাঢ় বাদামি রংয়ের আইব্রু ব্যবহার করুন।

* চোখের উপরে কালো তরল আই লাইনার দিয়ে টেনে চোখ আঁকুন। 

* কালো রেখার উপরে তরল হলুদাভ বা অন্য যে কোনো উজ্জ্বল আই-লাইনার দিয়ে রেখা টানুন।

* গালের ব্লাশ ব্যবহার করুন। 

* গালের হাড় বরাবর আলোর প্রতিফলন বাড়াতে রুপালি রংয়ের হাইলাইটার ব্যবহার করুন।

* গোলাপি ‘লিপ পেন্সিল’ দিয়ে ঠোঁটে রেখা টেনে উজ্জ্বল গোলাপি রংয়ের লিপস্টিক ব্যবহার করুন।

প্রতীকী ছবির মডেল: তাসমিয়া মিম। ছবি: দীপ্ত।

আরও পড়ুন