আইলাইনারের টুকিটাকি

চোখ সাজাতে সবচেয়ে সহজলভ্য এবং বহুল ব্যবহৃত প্রসাধনী হল আইলাইনার। সুন্দর করে টেনে আইলাইনার ব্যবহারে চোখের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2015, 10:15 AM
Updated : 3 Nov 2015, 10:18 AM

তবে অনেকের জন্যই সুন্দরভাবে আইলাইনার ব্যবহার বেশ কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে আইলাইনার ব্যবহারের খুটিনাটি বিষয় উল্লেখ করা হয়।

- যারা লিকুইড লাইনার ব্যবহার করতে পারেন না তারা চিকন ব্রাশের আইলাইনার পেন বেছে নিতে পারেন। পেন্সিল বা খোলা কাজলের তুলনায় চিকন ব্রাশের পেন লাইনার বা জেল লাইনার ব্যবহারে সুন্দরভাবে চোখে লাইনার ব্যবহার করা যায়।

বাদামি, ছাই, নীল, সবুজ ইত্যাদি রং আইলাইনার হিসেবে হাল ফ্যাশনে বেশ জনপ্রিয়। ছবি: প্রামানিক।

- চোখের পাপড়ির কাছ থেকে চিকন করে লাইন টানতে হবে। ‘উইং’ লাইন করতে চিকন লাইনটি বাইরের দিকে টেনে নিতে হবে।

- যদি চোখের মেইকআপে কেউ অতটা পারদর্শী না হন তাহলে আইলাইনারের লাইন টানার আগে ওই লাইনের স্থানে ছোট ফোঁটা দিয়ে একটি কাল্পনিক রেখা এঁকে নেওয়া যেতে পারে। এরপর ফোঁটাগুলো যুক্ত করে নিলেই পছন্দসই লাইন পাওয়া যাবে।

- চোখের বাইরে মাঝে মধ্যে উইং করে ভিন্নতা আনা যেতে পারে। কখনও চিকন, কখনও মোটা করে করা হলে পুরো সাজে নতুনত্ব পাওয়া যাবে।

- আইলাইনার মানেই যে কালো হতে হবে, এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বাদামি, ছাই, নীল, সবুজ ইত্যাদি রং আইলাইনার হিসেবে হাল ফ্যাশনে বেশ জনপ্রিয়।