ভ্রু’র খুশকি থেকে মুক্তি পেতে
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2016 04:54 PM BdST Updated: 27 Nov 2016 04:54 PM BdST
শুধু চুলেই খুশকি হবে এমন ধারণা রাখা মোটেও ঠিক নয়। মাথার মতো চোখের উপর থাকা ভ্রু জোড়াতেও খুশকি হতে পারে।
Related Stories
মুখের গঠন সুন্দরভাবে ফুটিয়ে তুলতে ভ্রু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই অংশেও খুশকির সমস্যা হতে পারে।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় কসমেটিক সার্জন ডা. স্বপ্না ভি রশ্মি ভ্রু’র খুশকি দূর করার কিছু উপায় উল্লেখ করেন।
মাথার ত্বকের যত্ন নিন: মাথার ত্বকে খুশকি থাকলেই ভ্রু’তে হওয়ারও ঝুঁকি বেড়ে যায়। তাই চুল খুশকি মুক্ত করতে মাথার ত্বক পরিষ্কার রাখতে হবে। সে জন্য অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করা উচিত। খুশকির সমস্যা বেশি হলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই শ্যাম্পু বেছে নিতে হবে।
আলতো করে ব্রাশ করুন: ভ্রু’র জন্য আলাদা ব্রাশ বা স্পুলি পাওয়া যায়। এর মধ্য থেকে নরম ব্রাশ বেছে নিয়ে ভ্রু ব্রাশ করে গুঁড়া খুশকি ঝেড়ে ফেলতে হবে। এই ধাপটি খুশকি পুরোপুরি দূর না করলেও পরবর্তী ধাপগুলোর কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে।
ময়েশ্চারাইজার ব্যবহার: শুনতে অবাক লাগলেও ভ্রু খুশকি মুক্ত রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। শুষ্ক ত্বকে খুশকি বেশি হয়। বাদাম তেল, জলপাই বা নারিকেল তেল এবং কয়েক ফোঁটা ভিটামিন ই তেল মিশিয়ে রাতে ঘুমানোর আগে ভ্রু’তে ম্যাসাজ করতে হবে।
ওয়াক্সিং এড়িয়ে চলুন: যদি ভ্রু’র আশপাশে খুশকি বেড়ে যায় তাহলে ওয়াক্সিং এড়িয়ে চলতে হবে। বরং ভ্রু প্লাক করলে খুশকি হওয়ার ঝুঁকি কমবে।
মেইকআপ: মেইকআপ করার পর তা নিখুঁতভাবে পরিষ্কার না করলে ত্বকে নানান সমস্যা হতে পারে। তাই মেইকআপের পর রাতে ঘুমানোর আগে ভালোভাবে মেইকআপ তুলে টোনার এবং ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি