ঘন ভ্রু’র ৪ উপায়

ভ্রু ঘন করতে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2015, 11:22 AM
Updated : 24 Dec 2015, 11:27 AM

পুরানো দিনের ঘন ভ্রুর ফ্যাশন আবার ফিরে এসে। এই ফ্যাশন মতো চলতে চাইলে কীভাবে ভ্রু ঘন করবেন তাই জানিয়ে জনপ্রিয় একটি লাফস্টাইল ম্যাগাজিন।

- পেট্রোলিয়াম জেলি ভ্রুর চারপাশে লাগালে তা ভ্রুকে ঘন ও আর্দ্র করে। দিনে অন্তত দুই থেকে তিনবার এভাবে ভ্রুর চারপাশে পেট্রোলিয়াম জেলি লাগাবেন। ভ্রুর যে সব জায়গায় পাতলা লোম সেইদিকে সারা রাত লাগিয়ে রাখতে পারেন। নিয়মিত মাখলে ভ্রু ঘন হয়ে উঠবে। একই পদ্ধতিতে চোখের পাপড়িও ঘন করতে পারেন।

- ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, আমান্ড অয়েল, নারিকেল তেলের মতো প্রাকৃতিক তেলও ভ্রু ঘন করতে বেশ পটু। আঙ্গুলে তেল নিয়ে দিনে অন্তত তিনবার ভ্রুতে মালিশ করতে হবে। এই তেলগুলোতে আছে ভিটামিন ই এবং অন্যান্য পুষ্টি যা ভ্রুতে খুব দ্রুত লোম গজিয়ে ঘন দেখায়।

- ভ্রু ঘন করতে চাইলে টুইজারটা দূরেই সরিয়ে রাখুন। বারবার ভ্রুর লোম তুললে লোমের গোড়ায় স্থায়ী ক্ষতি হয়, ফলে ভ্রু এমনিতেই পাতলা হয়ে যায়।

- চুল গজাতে সাহায্য করে এমন পণ্য আপনার ভ্রুতে মাখুন। পণ্যগুলো পুরুষদের মাথার চুল গজাতে ব্যবহৃত হলেও সমস্যা নেই। এগুলো ভ্রুতেও ভালোই কাজে দেয়।

- গোসলের সময় ভ্রুতে কন্ডিশনার লাগিয়ে ম্যাসাজ করুন। এটি করলে ভ্রুর রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং নতুন লোম গজায়।

ছবি: রয়টার্স।