মেইকআপ তুলতে প্রাকৃতিক উপাদান হিসেবে কাঠ-বাদামের তেল উপকারী।
Published : 05 Feb 2024, 04:01 PM
ত্বক করবে মসৃণ আবার মেইকআপও ওঠাবে- এরকম উপকার মিলবে কাঠ-বাদামের তেল থেকে।
এই তেলে আছে নানান পুষ্টিগুণ যা ত্বক সুস্থ রাখে। বয়সের ছাপ কমায়, পরিবেশের কারণে হওয়া ত্বকের ক্ষয় হ্রাস করে।
যে কারণে উপকারী
মেইকআপ বিশেষ করে আই লাইনার ও মাস্কারা তোলা বেশ কষ্টকর। তবে কাঠ-বাদামের তেল খুব সহজেই এই কাজটা করতে পারে।
হেল্থশটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ফরিদাবাদের ফর্টিস হাসপাতালের ত্বক বিশেষজ্ঞ ডা. স্বতি মহান এই বিষয়ে বলেন, “এটা ত্বকের জন্য মৃদু এবং মেইকআপে থাকা উপকরণ খুব সহজে গলিয়ে তুলে ফেলতে ও ত্বক আর্দ্র রাখতে সহায়তা করে।”
এটা ত্বকে কোনো চিটচিটেভাব তৈরি করে না। আর জমে থাকা সকল মেই আপ ও ময়লা তুলে ফেলতে সহায়তা করে।
ব্যবহার পদ্ধতি
পর্যাপ্ত পরিমাণ কাঠ-বাদামের তেল হাতের তালুতে নিয়ে আলতোভাবে মুখে মালিশ করতে হবে। যেখানে বেশি বা ভারী মেইকআপ ব্যবহার করা হয়েছে সেখানে বেশি মনোযোগ দিতে হবে।
এরপর তুলার বল গোলাপ জলে ডুবিয়ে সেটা দিয়ে মুখ মুছে নিতে হবে।
“কাঠ-বাদামের তেলে নানান পুষ্টি উপাদান থাকায় ত্বকের উপকার করে। তাই ব্যবহারের পরে ধুয়ে ফেলার প্রয়োজন নেই”-বলেন ডা. স্বতি মোহন।
উপকরণ
এক টেবিল-চামচ কাঠ-বাদামের তেল, ১/৪ চা-চামচ তাজা অ্যালো ভেরা জেল।
পদ্ধতি
কাঠ-বাদামের তেল ও অ্যালোভেরা জেল মিশিয়ে তুলার বলে মাখিয়ে, সেটা দিয়ে মুখের মেইকআপ আলতোভাবে মালিশ করে তুলে নিতে হবে। চোখ ও ঠোঁটের মেইকআপ ও একইভাবে তোলা যাবে।
মেইকআপ তোলার পরে কুসুম গরম পানি দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে। এরপর পছন্দের ফেইস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
উপকারিতা
প্রদাহের বিরুদ্ধে কাজ করে: কাঠ বাদাম ‘হাইপোঅ্যালার্জেনিক’। মানে এতে কোনো অ্যালার্জির প্রতিক্রিয়া হয় না। তাই মুখে ব্যবহার করা যায়। এতে আছে ভিটামিন ই যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে- জানান এই বিশেষজ্ঞ।
উজ্জ্বল ত্বক: কাঠ-বাদামের তেল প্রাকৃতিকভাবেই তারুণ্য বাড়ায়। এতে আছে ত্বক উজ্জ্বল, মসৃণ ও তারুণ্যময় করার ক্ষমতা। কারণ কাঠ-বাদামের তেলে রয়েছে ভিটামিন ই।
ত্বক আর্দ্র রাখে: কাঠ-বাদামের তেলে ভিটামিন ই থাকায় ত্বক আর্দ্র রাখতে পারে। ত্বক কোমল ও মসৃণ রাখতেও এটা কার্যকর। ওজনে হালকা ও ত্বকে দ্রুত শোষিত হওয়াতে এই তেল ব্যবহার আরামদায়ক।
যাদের এড়ানো উচিত
বাদামে অ্যালার্জির সমস্যা আছে এমন কেউ মেইকআপ তুলতে কাঠ-বাদামের তেল ব্যবহার করতে পারবেন না। ত্বকে ব্যবহারের আগে প্যাচ টেস্ট করিয়ে নেওয়া ভালো বলে মনে করেন ডা. মহান।
আরও পড়ুন