বিজয়ী অংশ নেবেন ফিলিপাইনে অনুষ্ঠিত মিস আর্থ প্রতিযোগিতায়।
Published : 17 Sep 2024, 08:38 PM
বিনোদন শিল্পের মাধ্যম হিসেবে সৌন্দর্য প্রতিযোগিতার বিষয়কে একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশের ভাবমূর্তি পুননির্মাণ ও পুনর্গঠনের প্রচেষ্টায় ‘মিস বাংলাদেশ অর্গানাইজেশন’ ও ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’ যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট (এমবিবিপি) ২০২৪’ প্রতিযোগিতা।
১৮ থেকে ২৭ বছর বয়সের অবিবাহিত বাংলাদেশি নারী- এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এজন্য প্রথমে missbangladesh.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে ২৮ সেপ্টেম্বর।
এরপর বাছাই ও সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর এটিএন বাংলা বিএফডিসি স্টুডিও’তে। আর চূড়ান্ত পর্ব বা ‘গ্র্যান্ড ফিনালে’ অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর, লো মেরিডিয়ান ঢাকায়।
রাজধানীর দৈনিক স্টার সেন্টার’য়ে ১৭ সেপ্টেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রতিযোগিতার সভাপতি মেঘনা আলম, পরিচালক ড. তাসীন আফরীন ডায়ানা, ‘মিস বাংলাদেশ অর্গানাইজেশন ও ফাউন্ডেশন’য়ের আইনি উপদেষ্টা তাহরিন জেরিন, ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, নর্থব্রুক কনসালট্যান্টস লিমিটেড’য়ের জ্যেষ্ঠ পরামর্শক সরকার মাসুদ হাসান, এটিএন বাংলা’র অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাসিক আহমেদ, এটিএন এমসিএল ও এটিএন এডুকেশন’য়ের পরিচালক আনিসুর রহমান, ট্রিলজি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল এ চাকলাদার (ডিউক) এবং লো মেরিডিয়ান ঢাকা’র ব্যবস্থাপক ক্যারেন জংম্যান।
প্রতিযোগীদের মধ্যে ১০ জনকে ‘গ্লোবাল গুডউইল অ্যাম্বাসাডর’ হিসেবে নির্বাচিত করে পাঁচটি মহাদেশের ১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।
আর বিজয়ীকে প্রদান করা হবে ‘মিস বাংলাদেশ – আর্থ’ উপাধি। যিনি ফিলিপাইনে অনুষ্ঠিত ২৪তম মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নেবেন।
উল্লেখ্য কোভিড-১৯ মহামারীর পরবর্তী সময়ে, ‘মিস আর্থ’ বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।
পাশাপাশি, এমবিবিপি ২০২৪ এর শীর্ষ ১০ জন প্রতিযোগীকে পাঠানো হবে ভারতের মিস এশিয়া, কম্বোডিয়ার মিস গ্লোবাল, যুক্তরাষ্ট্রের রয়্যাল ইন্টারন্যাশনাল মিস, কসোভোর মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড, দক্ষিণ আফ্রিকার মিস কালচার গ্লোবাল, থাইল্যান্ডের মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল ইত্যাদি প্রতিযোগিতায়।
বক্তব্যে প্রদানে মেঘনা আলম বলেন, “এমবিবিপি ২০২৪’ কেবল বাহ্যিক সৌন্দর্যের প্রতিযোগিতা নয়। এটি ব্যক্তিত্ব, শিল্পমূল্য, নারীত্ব এবং মার্জিত অনুভবের প্রতিফলন। ইতিহাসের এই প্রাসঙ্গিক সময়ে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নারীদের প্রতি যে সম্মান প্রদর্শন করা হচ্ছে, তা উদযাপন করার সঠিক সময়। বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশকে ১০টি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমাদের দেশের গুডউইল অ্যাম্বাসাডর’য়ের মাধ্যমে প্রতিনিধিত্ব করা হবে, যা প্রমাণ করবে যে বাংলাদেশী নারীরা বিশ্বের অন্য নারীদের মতোই যোগ্য।”
‘মিস বাংলাদেশ অর্গানাইজেশন’ বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী ‘প্যাজেন্ট্রি প্রতিযোগিতা’র ক্ষেত্রে একটি শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হয় সংবাদ সম্মেলনে।