উষ্ণ পোশাক আর লাল-সবুজের পসরা সাজিয়ে বসেছে দেশীয় ফ্যাশন-ঘরগুলো।
Published : 08 Dec 2024, 08:03 PM
হিমেল বাতাস আর বিজয় উৎসবের আমেজে এই শীতের সময়ে বাহারি পোশাকের পসরা সাজিয়েছে দেশীয় ফ্যাশন-ঘরগুলো।
শীত ও বিজয়ের আয়োজনে কে ক্র্যাফট
বিজয়ের আবেগ ছড়িয়ে দিতে প্রতি বছরের মতোই এবারও রয়েছে লাল সবুজে উজ্জীবিত কে ক্র্যাফটের বিশেষ আয়োজন।
সময়, আবহাওয়া ও পরিবেশ অনুযায়ী পোশাক ভাবনায় এই দিনে মেয়েদের প্রধান সঙ্গী হতে পারে লাল সবুজের শাড়ি।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই বিষয়ে আরও জানানো হয়, এছাড়াও রয়েছে আরামদায়ক সালোয়ার-কামিজ, কুর্তি কিংবা ভিন্ন কোনো প্যাটার্নের টপ বা টিউনিক। শীতে উষ্ণতার প্রয়োজনে অন্য কোনো রংয়ের পোশাকের সাথে জড়িয়ে নেওয়া যাবে লাল সবুজের শাল।
প্রতি বছরের মতোই ছেলেদের পোশাকে থাকছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, শাল ও কটি। শিশুদের জন্যও রয়েছে নানা পোশাকের আয়োজন।
শীতের আয়োজনে রয়েছে- মেয়েদের ভিন্ন স্টাইলের পঞ্চ, কটি, ফুল লেংথ কটি, জ্যাকেট, হুডি। হালকা শীতে পরার মতো একটু ভারী খাদি কাপড়ে তৈরি কুর্তির কাট ও প্যাটার্নে থাকবে ভিন্নতা।
রয়েছে ছেলেদের জন্য ফুল স্লিভ শার্ট, হুডি, সোয়েট শার্ট, জ্যাকেট, ক্যাজুয়াল শার্ট, পলো সহ অন্যান্য পোশাক। পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের জন্য বেছে নিতে কালেকশনে থাকবে কাতান, সিল্ক এবং কটন কাপড়ে হালকা ও ভারী প্রিন্ট করা কটি।
কাঁথা, জামদানী, ফুলেল, কাশ্মেরি, ট্রাইবাল, ঐতিহ্যবাহী-সহ নানান মোটিফে করা হয়েছে এবারের শাল। তুলনামূলকভাবে একটু গাঢ় রংয়ের প্রাধান্য রয়েছে।
এছাড়া বরাবরের মতোই থাকছে যুগল ও পরিবারের সকল সদস্যদের সাথে মিলিয়ে পরার জন্য উপযোগী পোশাক।
রঙ বাংলাদেশ’য়ের টিশার্টে বিজয়ের গৌরবগাঁথা আর শীতের পোশাক
টি-শার্টে বিভিন্ন বিজয় দিবসের বিভিন্ন নকশা ফুটিয়ে তুলেছে এই প্রতিষ্ঠান।
জ্যেষ্ঠ বাজারজাতকরণ কর্মকর্তা প্রীতম পল্লব বলেন, “শীতের আমেজ থাকায় টিশার্টের কাপড় হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘নিট কটন’য়ে জিএসএম রাখা হয়েছে আরামদায়ক ১৬০-১৮৫ এর মধ্যে। রয়েছে ‘হাফ’ ও ‘ফুল’ স্লিভ টিশার্ট।”
মিলিয়ে পরার জন্য রয়েছে বাবা-ছেলে, বড়ছোটর জন্যে একই ডিজাইনের টি-শার্ট। ছেলে মেয়ে যে কেউ পরতে পারবে এই টিশার্ট। প্রাধান্য বেশি পতাকার সবুজের আর নকশায় নান্দনিকভাবে ফুটিয়ে তোলা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পতাকা, নাম ও মানচিত্র।
শীতের আয়োজনের মধ্যে রয়েছে নানান ধরনের শাল। পোশাকে আরও থাকছে দেশীয় আদলে পঞ্চো, কটি, জ্যাকেট, শ্রাগ। কিশোর বয়সিদের জন্যে এসেছে টপবটমের সংগ্রহ। ফুলস্লিভ টিশার্টের শীতের বিশেষ আয়োজনও রয়েছে।
‘অভিযান’ নিয়ে সারা
এই প্রতিষ্ঠানের শীত-পোশাকের নকশার বিষয়বস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘অভিযান’
প্রতিষ্ঠানের ‘মিডিয়া ও পাবলিকেইশ’ ব্যবস্থাপক এসকে রাহাত অয়ন বলেন, “উষ্ণ ও আরামদায়কে কাপড়ের সঙ্গে কালো, নেভি ব্লু, লাল, মেরুন, ধূসর ও বাদামি রংয়ের সমন্বয়ে নকশা করা হয়েছে এবারের শীতকালীন আয়োজন।”
নারীদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম কুর্তি, ডেনিম টপস, শাল ও হুডি টি শার্ট। ছেলেদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, স্যুট সেট, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, ক্যাজুয়াল শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, জগার্স ও শাল।
পাশাপাশি শিশুদের জন্যও রয়েছে শীতকালিন আয়োজন। এসব পণ্য মিলবে ৫শ’ থেকে ৩ হাজার টাকার মধ্যে।
লা রিভ উইন্টার’২৪ সংগ্রহ: ইতিবাচক ভাবনার নতুন অভিব্যক্তি
শীতের নতুন সংগ্রহের নাম দেওয়া হয়েছে ‘ক্যাওস’।
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, “ক্যাওস’ থেকে সৃষ্ট ইতিবাচকতার সকল এক্সপ্রেশন ফুটিয়ে তোলা হয়েছে লা রিভের নতুন এই কালেকশনে। যে কোনো অনুভূতি প্রকাশের সবচেয়ে উপযুক্ত মাধ্যম হলো রং। তাই এই কালেকশনে রংকে প্রাধান্য দিয়েই প্রিন্টস্টোরিগুলো সাজানো হয়েছে। প্রধান বা সেন্টিমেন্ট রংয়ের নাম লাভা। সাথে প্রধান রং প্যালেটে লাভার মতো বোল্ড ও ডার্ক শেডগুলোকে বাছাই করা হয়েছে।”
আছে অ্যাজটেক ইন্সপিরেশন। মেক্সিকোর বিখ্যাত অ্যাজটেক মোটিফ ও উজ্জল রংয়ের সমন্বয়ে এই প্রিন্টস্টোরি তৈরি হয়েছে।
ডেনিম কিউরেশনে এবার অক্সি-ওয়াশ এর ইফেক্ট ব্যবহার করা হয়েছে। শীতের টাইমলেস ক্লাসিক-প্লেইড ও চেক প্রিন্টে প্লেফুল ফ্লোরাল ও জিওমেট্রিক প্রিন্ট যোগ হয়েছে এবার। আর্ন্তজাতিক ফ্যাশন র্যাম্প থেকে বাছাই করা বোহেমিয়ান ও পেইজলি প্রিন্টও দেখা যাবে এবারের কালেকশনে।
স্ট্রিট-আর্ট টাইপোগ্রাফি, অ্যানিমেল প্রিন্ট ও কোলাজ ফিউশন নামে তৈরি হয়েছে আরো তিনটি প্রিন্টস্টোরি।
শীত উপলক্ষ্যে বেছে নেওয়া হয়েছে সুতি ও ভিসকোস’য়ের সাথে সিঙ্গেল জার্সি, ফ্রেঞ্চ টেরি, ইন্টারলক ও মোডালের মতো নিট ফেব্রিক।
আভিজাত্যময় সংগ্রহ সাজানো হয়েছে চেক, টুইড, উলেন, হাউন্ডসটুথ, প্রিন্স অফ ওয়েলস এর মতো উষ্ণ ও আরামদায়ক কাপড় দিয়ে।
নারীদের জন্য এই সংগ্রহে রয়েছে সিঙ্গেল ও ডবল ব্রেস্টেড জ্যাকেট, ওপেন ফ্রন্ট জ্যাকেট ও স্টেটমেন্ট ব্লেজার। আরও থাকবে সোয়েটার, কার্ডিগান, ট্রেঞ্চ জ্যাকেট, হুডি টিউনিক, সোয়েটশার্ট, শাল ও পঞ্চো। থাকছে সালোয়ার কামিজ, টিউনিক, সিঙ্গেল কামিজ, আবায়া, শ্রাগ, কাফতান, টপ, লং ড্রেস, কেপ, টপ-বটম সেট ও শাড়ি।
পুরুষের জন্য রয়েছে পাঞ্জাবি, লম্বা ও ‘হাফ-স্লিভ’ ক্যাজুয়াল শার্ট, পোলো, হেনলি ও টি-শার্ট, বিজনেস ক্যাজুয়াল ও ফর্মাল শার্ট, জিম ভেস্ট, সোয়েটপ্যান্টস ও ম্যাচিং বটমওয়ার।
হালকা শীতে পরার জন্য ফুল-স্লিভ টিশার্ট ও সোয়েটার পোলোর নতুন স্টাইল।
ফ্যাশনের আধুনিকতায় টুয়েলভ ক্লদিং
শীতের আয়োজনকে ভিন্নভাবে পরিচয় করিয়ে প্রতিষ্ঠানের সংগ্রহের নাম দেওয়া হয়েছে ‘উইন্টার ভয়েজ’।
প্রতিষ্ঠানের পক্ষে বিক্রকেন্দ্র ব্র্যান্ডিং ও প্রচার-বিষয়ক সহকারী ব্যবস্থাপক সজল কুমার মিত্র ব্যাখ্যা দেন, “মূলত এটা হল একটা ‘জার্নি’। যেখানে সকল সংগ্রহ নিয়েই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে শীতের ‘জার্নি’ শুরু করেছে প্রতিষ্ঠানটি।”
স্লোগান হিসেবে বলা হচ্ছে ‘এ টেল অব ক্ল্যাসিকস’।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ক্ল্যাসিক যে কোনো কিছুই কখনও পুরোনো হয় না। হালের ক্রেজে সব ক্ল্যাসিক বিষয়ই এখন আমাদের মাঝে ফিউশন নিয়ে ফিরে আসছে। সেই ধারাবাহিকতায় লাইফস্টাইল ফ্যাশনকেও টুয়েলভ তরুণদের জন্য যুগোপোযোগী করে ফিরিয়ে আনার চেষ্টা করেছে।
রয়েছে বিভিন্ন ধরনের জ্যাকেট, সোয়েটার এবং শীতের বিশেষ নিট টি-শার্ট। এছাড়া আকর্ষনীয় পণ্য হিসেবে রয়েছে বিভিন্ন রকমের ব্লেজার।
ভারগো’র শীত সম্ভার
পুরুষদের জন্য প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে বিভিন্ন ধরনের জেকেট, ওভারকোট ও ব্লেজার। আছে অসংখ্য রকমের রঙিন, ‘ক্যাজুয়াল’ এবং ফর্মাল শার্ট।
এই তথ্য জানিয়ে প্রতিষ্ঠানের বিক্রয় ও বাজারজাতকরণ বিষয়ক সহকারী ব্যবস্থাপক বলেন, “এই বছর শীত উপলক্ষ্যে বানানো হয়েছে অনেক ধরণের জেকেট, সুইফট শার্ট। এছাড়াও রয়েছে পায়জামা, রিল্যাক্স প্যান্ট, টুইল প্যান্ট এবং ডেনিম প্যান্ট।”
নারীদের জন্য রয়েছে জ্যাকেট, ওভারকোট, ব্লেজার। সুতি, জর্জেট, অরগাঞ্জা ও সিল্ক কাপড়গুলো দিয়ে তৈরি হয়েছে সালোয়ার কামিজ ও কুর্তি। এছাড়াও রয়েছে ‘কালারফুল’ টিউনিক।
পাশ্চাত্য ঘরানার মধ্যে আছে টপ্স ও টিউনিক। পাফ স্লিভ, গেদারড স্লিভ, লেগ অফ মাটন স্লিভ নামক নানান ধরনের ছাঁট ব্যবহার করে তৈরি হয়েছে এসব টপ্স ও টিউনিক।