তৃতীয় এই আসরে নানান আয়োজনের পাশাপাশি থাকছে ফ্যাশন-ধর্মী প্রশিক্ষণের ব্যবস্থা।
Published : 17 Jan 2025, 01:31 PM
চারদিনের আয়োজনে চারটি আলাদা বিষয়বস্তু ধরে ‘আর্কা ফ্যাশন উইক’য়ের পর্দা উঠলো।
রাজধানীর গুলশান তেজগাঁও সংযোগ সড়কে আলোকি কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার প্রথম দিনের বিষয় ছিল ডেনিমের শৈল্পিক উদযাপন।
তবে পেশাদার মডেল কিংবা পোশাক নকশাকরদের নয়, আগত দর্শনার্থীদের মধ্য থেকে নির্বাচিত অংশগ্রহণকারীদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘ফ্ল্যাশ রানওয়ে’; যেখানে ডেনিম দিয়ে নিজস্ব ঢংয়ের পোশাক উপস্থাপন করে তারা।
১৯ তারিখ পর্যন্ত চলা চারদিনের এই ফ্যাশন উইক’য়ে শুক্রবার অর্থাৎ দ্বিতীয় দিন- ‘মডার্ন কনটেম্পোরারি’, তৃতীয় দিন শনিবার- ‘ফিউশিন’ এবং চতুর্থ দিন রবিবার- ‘সাস্টেইনেবিলিটি’ বিষয়বস্তু নির্বাচন করা হয়েছে।
আর আয়োজকদের দাবী, এবারের বিশেষ আকর্ষণ হল মাস্টার ক্লাসের ব্যবস্থা। ফ্যাশন শিক্ষার মাধ্যমে নির্দিষ্ট জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে এই মাস্টারক্লাসের আয়োজন করা হয়েছে।
শুরুর দিনে ‘বাংলাদেশে ফ্যাশনের ভবিষ্যৎ’ শীর্ষক মাস্টারক্লাসে ফ্যাশন ‘ইনফ্লুয়েন্সার’ সোবিয়া আমিন ‘সাসটেইনেবলিটি’, মেধা বিকাশ এবং আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে দেশীয় সাংস্কৃতিক পরিচিতি উপস্থাপনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এছাড়া বাকি দিনগুলোতে ‘কাঁথা স্টিচ’ শেখাবেন নকশাকর আফসানা ফেরদৌসি। স্ক্রিন প্রিন্টিং শেখাবে বাংলা পাংক এবং কারচুপি। জারদৌজির প্রশিক্ষণে থাকছে ‘হাউজ অফ আহমেদ’। ‘ন্যাচারাল ডাই’ শেখাযাবে ‘ম্যারিগোল্ড অ্যান্ড catechu’। ‘আপসাইক্লিং’ শেখানোর ব্যবস্থা করবে রিসাইক্লিং ও আপসাইক্লিং ব্র্যান্ড উড়ুক্কু।
এছাড়া মার্কেটপ্লেস’য়ে দেখা যাবে দেশীয় উদ্যোক্তাদের নানান সামগ্রী ও পোশাকের সংগ্রহশালা। থাকছে ফ্যাশন শো, ডিজাইন ল্যাব, ফুড কোর্ট, কনসার্ট-সহ নানান আয়োজন।