বাড়িতে অতিথি আসার আগে যেসব জিনিস পরিষ্কার করা প্রয়োজন

পরিষ্কারের পাশাপাশি অতিথির আরামের জন্যও কিছু জিনিস হাতের কাছে রাখতে

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 06:09 AM
Updated : 9 Nov 2023, 06:09 AM

শীতকাল মানেই নানান রকম উৎসব। এই ঋতুতে অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আর বাসায় অতিথি আনাগোনা একটু বেশিই থাকে।

অতিথির কাছে নিজের ঘর সুন্দর ও পরিচ্ছন্নভাবে উপস্থাপন করতে চাইলে কিছু বিষয় মাথায় রাখা দরকার।

রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত প্রতিবেদনে এমন কয়েকটি প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানা যায় যা অতিথির ঘরকে তার কাছে আরও বেশি মনোরম ও আরামদায়ক করে তুলতে পারে। পাশাপাশি তার কাছে নিজের ভাবমূর্তিও সুন্দর হয়।

ধূলা ময়লা পরিষ্কার করা

প্রথমেই ঘরের মেঝে, আশপাশে থাকা বিভিন্ন ধরনের স্ট্যান্ড ও টেবিল এবং টেলিভিশন কোনো কিছু যদি থাকে তা ভালোমতো ঝেড়ে মুছে নিতে হবে। জানালার গ্রিল ও এর আশপাশের স্থান ভালোমতো পরিষ্কার করতে হবে।

বিছানা গোছানো

ঘরে কেবল বিছানা পত্র থাকাই মূলকথা নয়, সেগুলো ভালোমতো গুছিয়ে রাখা প্রয়োজন। বিছানায় ব্যবহৃত চাদর, বালিশ, বালিশের কভার পরিষ্কার আছে কিনা তা দেখে নিতে হবে। যদি অনেক আগে চাদর বিছানো হয়ে থাকে তবে অতিথি আসার আগেই তা পাল্টিয়ে নিতে হবে।

যদি শীত প্রবণ অঞ্চলে থাকা হয় তাহলে অতিথির যেন শীতে কষ্ট না হয় সে বিষয়ে বিবেচনা করে গায়ে দেওয়ার চাদর বা কম্বলের ব্যবস্থা করতে হবে।

বাথরুম পরিষ্কার রাখা

যদি অতিথির ঘরের সাথে লাগোয়া বাথরুম থাকে তবে সেটা ভালোমতো পরিষ্কার আছে কিনা সে বিষয়ে নজরদারী করতে হবে।

বাথ টাব, গোসল করার স্থানের সিঙ্ক, কমোড ইত্যাদি সবকিছু যেন ভালোমতো পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও বাথরুমে থাকা আয়না গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবং সবশেষে বাথরুমে থাকা প্যান ভালোমতো মেজে পরিষ্কার করতে হবে।

অতিথির ঘরের বাথরুমে একটি পরিষ্কার তোয়ালে রাখার ব্যবস্থা করতে হবে। এছাড়াও চুল মোছার তোয়ালে এবং পরিষ্কার কাপড় রাখা ভালো।

বাথরুম পরিষ্কার করার পাশাপাশি এতে প্রয়োজনীয় জিনিস যেমন- সাবান, শ্যাম্পু কন্ডিশনার, বডি লোশন ইত্যাদি আছে কিনা সেটাও দেখে নিতে হবে। প্রয়োজনে বাড়তি হেয়ার ড্রায়ার সিঙ্কের পাশে রাখা যেতে পারে। এতে অতিথি বেশ চমৎকৃত হবেন।

কাপড় সংরক্ষণের ব্যবস্থা করে দেওয়া

অতিথি কাপড় রাখতে পারবে এমন সুব্যবস্থা করে দেওয়া প্রয়োজন। অতিথি থাকার ঘরে যদি আলাদা আলমারি বা ওয়ারড্রব থাকে তাহলে সেগুলো ভালোমতো ঝেড়ে মুছে নিতে হবে এবং হ্যাঙ্গারের ব্যবস্থা করে দিতে হবে। আর যদি একই আলমারি নিজে এবং অতিথি দুজনেই ব্যবহার করেন তাহলে নিজের পোশাক সরিয়ে তার জন্য আলাদা ব্যবস্থা করে দিতে হবে।

রাতের জন্য প্রস্তুত করা

অতিথির রাতে প্রয়োজন হতে পারে এমন যে কোনো কিছুই বিছানার পাশ টেবিলে রাখা উচিত। যেমন- ফোনের চার্জার, রিমোট কন্ট্রোল ইত্যাদি ছোটখাটো বিষয় খেয়াল করে রাখা ভালো। নিজের জিনিস আনতে ভুলে গেলেও বাসায় যেন অতিথির থাকতে কোনো রকম অসুবিধা না হয় তার নিশ্চয়তা ব্যবস্থা করা আপনার দায়িত্ব।

‘নাইট স্ট্যান্ড’য়ে সবশেষে পানির বোতল ও কাপ রাখতে হবে। রাতে পানি পানের প্রয়োজন হলে যেন অতিথির কষ্ট করে রান্নাঘর বা ডাইনিং টেবিল পর্যন্ত যেতে না হয়। অথবা তৃষ্ণার্ত অবস্থায় সারারাত কাটিয়ে দিতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

আরও পড়ুন

Also Read: উলের সোয়েটারের যত্ন

Also Read: দেহ পরিষ্কার করতে লুফা মোটেই নিরাপদ না

Also Read: পরিষ্কার থাকার অভ্যাসগুলোও হতে পারে নোংরা