Published : 04 Apr 2025, 09:01 AM
সাইফ কন্যা সারা আলী খান সময় পেলেই কেন কেদারনাথ বেড়াতে যান এবং মুসলিম ধর্মের অনুসারী হয়েও কেন সেখানকার মন্দিরে পূজা অর্চনায় বসেন, সেই প্রশ্নে বহুবার বিদ্ধ হয়েছেন তিনি।
ফের এ ধরনের প্রশ্নের মুখোমুখি হওয়ার পর হিন্দি সিনেমার অভিনেত্রী সারা তার কেদারনাথ যাত্রার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন।
বলিউড হাঙ্গামা লিখেছে, সারা বলেছেন তার ক্যারিয়ারে কেদারনাথ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ২০১৮ সালে ‘কেদারনাথ’ নামের সিনেমা দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী শর্মিলা ঠাকুরের এই নাতনি।
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ওই সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তারপর থেকে প্রায় প্রতি বছরই কেদারনাথে বেড়াতে যান সারা।
তিনি বলেন, “এই আধ্যাত্মিক ভাবধারার শহরটি আমার কাছে অনুপ্রেরণার, আত্মসন্ধানের উৎস। তীর্থস্থান আমার আত্মবিশ্বাসের শক্তি বাড়িয়ে দেয়। এই শহরটি আমার হৃদয়ের কাছাকাছি।"
সারার কথায় তিনি একান্ত ব্যক্তিগত ভাবে কেদারনাথে যান।
“আমার কেদারনাথ যাওয়া অন্যদের ভাল লাগবে না কি খারাপ লাগবে, তাতে কিছু বলারই নেই। এটা অন্যদের ভাবারই বিষয় নয়। আমি ওখানে গিয়ে শান্তি খুঁজে পাই।”
সারা খানের বাবা সাইফ আলী খান মুসলিম এবং মা এক সময়ের অভিনেত্রী অমৃতা সিং শিখ পরিবারের মেয়ে।
সারা বলেছেন, কোনো নির্দিষ্ট ধর্মের পরিচয়ে নয়, নিজেকে 'ভারতীয়' হিসেবে তুলে ধরতে শিখিয়েছেন তার মা।
সারা বলেন, “ছেলেবেলায় মা আমাকে বলেন, তুমি সবার আগে একজন ভারতীয়। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। ভেদাভেদের মত বিষয়গুলি যারা করেন তাদের আমি মানি না। এদের আমি গুরুত্বই দিই না।”