পুরানো মাস্কারা বা কাজল ব্যবহার করলে চোখের ত্বক ও পাপড়িতে ক্ষতিকর প্রভাব পড়ে।
Published : 15 Apr 2025, 05:15 PM
চোখ মানুষের মুখের এমন একটি অংশ, যা একসাথে আবেগ, ভাষা এবং সৌন্দর্য প্রকাশ করে। আর চোখের সাজে একটি গুরত্বপূর্ণ অংশ কাজল, মাসকারা ও আইশ্যাডো ব্যবহার।
তবে মেইকআপ তোলার সময় ভুল পদ্ধতি অনুসরণ করলে হারিয়ে যেতে পারে চোখের সংবেদনশীলতা, ঝরতে পারে পাপড়ি। আবার চোখে চুলকানি কিংবা দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনাও রয়েছে।
অনেকেই চোখের মেইকআপ তুলতে গিয়ে ঘষামাজা করেন, পানি দিয়ে ধুয়ে ফেলেন অথবা মুখের ক্লিনজার ব্যবহার করেন চোখে।
এতে চোখ ক্ষতিগ্রস্ত হয়, পাপড়ি পড়ে যায় এবং চোখের নিচের ত্বক কালচে হতে শুরু করে।
অথচ খুব সহজ কিছু নিয়ম মেনে চললেই পাপড়ি সুরক্ষিত রাখা যায় এবং চোখ সুস্থ থাকে।
এ বিষয়ে বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি পারলারের সৌন্দর্য বিশেষজ্ঞ শারমিন কচি বললেন, “চোখে মেইকআপ করতে যতটা সময় নেওয়া হয়, তুলতে তেমনটা সময় কেউই নিতে চান না। অথচ সঠিক পদ্ধতিতে অপসারণ না করলে পাপড়ি ঝরে পড়ে।”
“পাপড়ি চোখের এক ধরনের প্রাকৃতিক ঢাল যা ধুলোবালি ও জীবাণুর হাত থেকে চোখকে রক্ষা করে। তাই পাপড়ি রক্ষা করা মানে, চোখের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা”- বলেন তিনি।
চোখের চারপাশের ত্বক অত্যন্ত নরম ও সংবেদনশীল, মুখের অন্যান্য অংশের তুলনায় প্রায় ৪০ শতাংশ পাতলা। তাই এখানে ভুল পণ্য ব্যবহার বা অতিরিক্ত চাপ প্রয়োগ করলে ত্বক সহজেই ক্ষতিগ্রস্ত হয়, বলিরেখা পড়ে এবং পাপড়ির গোড়ায় চাপ পড়ে ঝরে যায়।
মেইকআপ রিমুভার
চোখের মেইকআপ তোলার জন্য প্রথমেই প্রয়োজন সঠিক ধরনের মেইকআপ রিমুভার। সব পণ্যে একই ধরনের রিমুভার কাজ করে না।
বাজারে নানান ধরনের রিমুভার পাওয়া যায় – যেমন তেল-ভিত্তিক বা অয়েল বেইজস, মাইসেলার ওয়াটার, বায়োডার্মা ইত্যাদি।
ওয়াটারপ্রুফ মাসকারা তুলতে চাইলে ‘অয়েল বেইজড’ রিমুভার দরকার। আবার স্পর্শকাতর বা সেনসিটিভ চোখের জন্য অ্যালকোহল-ফ্রি ও সুগন্ধি ছাড়া (পারফিউম-ফ্রি) রিমুভারই সবচেয়ে নিরাপদ।
এই সৌন্দর্য বিশেষজ্ঞ চোখের মেইকআপ সরাতে নরম কটন প্যাড বা মেইকআপ রিমুভিং ক্লথ ব্যবহার করতে পরামর্শ দেন।
কচি বলেন, “একদম শুকনা তুলা ব্যবহার একেবারেই উচিত নয়, কারণ সেটা চোখের পাপড়িতে জড়িয়ে গিয়ে পাপড়ি ছিঁড়ে ফেলতে পারে।”
চোখে ঘষাঘষি নয়
অনেকেই কাজল বা মাসকারা তুলতে গিয়ে চোখে পানি লাগিয়ে ধুয়ে ফেলার চেষ্টা করেন। তবে এটি কার্যকর নয়, বরং চোখে কাজলের অংশ ঢুকে গিয়ে জ্বালা করতে পারে।
এই রূপবিশেষজ্ঞর পরামর্শ হল, “মেইকআপ তোলার সময় কখনই চোখে ঘষাঘষি করা উচিত না। বরং রিমুভার ভেজানো কটন প্যাড চোখের ওপর অন্তত ১০ সেকেন্ড ধরে রেখে তারপর ধীরে ধীরে নিচের দিকে টানতে হবে। এতে মেইকআপ গলে আসবে এবং পাপড়ি অক্ষত থাকবে।”
পাপড়ি পড়া অনেক সময় অস্বাভাবিক মনে না হলেও, প্রতিদিন যদি পাঁচ থেকে সাতটি পাপড়ি ঝরে পড়ে, তবে সেটা ইঙ্গিত দেয় যে, ভুল পদ্ধতিতে চোখের মেইকআপ তোলা হচ্ছে।
নখ ব্যবহার নয়
আরও একটি সাধারণ ভুল হল কাজল বা আইলাইনার পাপড়ির গোড়ায় জমে গেলে সেটা নখ দিয়ে ঘষে তোলার চেষ্টা করা।
এতে পাপড়ির গোড়া ক্ষতিগ্রস্ত হয়। আর ধীরে ধীরে তা দুর্বল হয়ে পড়ে।
এই ধরনের জমাট অংশ তুলতে ছোট তুলোর কাঠি খুব কোমলভাবে ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। আর মাসকারা যদি অনেক লেয়ার বা স্তর করে লাগানো হয়, তাহলে তুলতে একটু বেশি সময় দিতে হবে।
এক ধাপে কখনই তুলতে যাওয়া উচিত নয়।
মুখের ক্লিনজার চোখে নয়
অনেক সময় দেখা যায়, কেউ কেউ মুখের জন্য ব্যবহৃত ক্লিনজার দিয়েই চোখের মেইকআপ তুলতে চান। এটা পুরোপুরি ভুল পদ্ধতি।
কারণ মুখের ত্বক ও চোখের চারপাশের ত্বকের গঠন ভিন্ন। চোখের জন্য যেসব পণ্য বিশেষভাবে তৈরি, কেবল সেগুলোই ব্যবহার করা নিরাপদ।
ময়েশ্চারাইজার বা আই ক্রিম ব্যবহার
চোখের মেইকআপ তোলার পর অবশ্যই চোখের আশপাশের ত্বকে হালকা ময়েশ্চারাইজার বা আই ক্রিম ব্যবহার করা উচিত। কারণ প্রতিদিন মেইকআপ তোলা ও পরার কারণে চোখের চারপাশে ত্বক শুষ্ক ও পাতলা হয়ে পড়ে।
এই জায়গাটি মুখের সবচেয়ে স্পর্শকাতর অংশগুলোর একটি, যেখানে দ্রুত বয়সের ছাপ পড়ে। অর্থাৎ চোখের নিচে কালি পড়া, বলিরেখা পড়ার অন্যতম কারণ হচ্ছে প্রতিদিন ঠিকভাবে মেইকআপ না তোলা।
মেইকআপ পণ্য পরিবর্তন
পণ্যের মেয়াদের বিষয়টি মাথায় রাখা জরুরি। পুরানো মাসকারা বা কাজল ব্যবহার করলে, সেগুলো ঘন হয়ে যায় এবং চোখে মসৃণভাবে বসে না। ফলে তুলতে গেলে অনেক সময় লাগে। আর ঘষাঘষি করতে হয়।
তাই প্রতি তিন থেকে ছয় মাস পর পর চোখের মেইকআপ পণ্য পরিবর্তন করাই ভালো।
চোখ ধুয়ে নেওয়া
মেইকআপ তুলতে চোখে পরিষ্কার পানি ছিটিয়ে ধুয়ে নেওয়া উচিত। চাইলে ‘আই সেইফ স্যালাইন’ ব্যবহার করা যায়, যা চোখকে শীতলতা দেয় এবং কোনো অবশিষ্ট কণিকা থাকলে তা বের করে দেয়।
চোখে চুলকানি ও লালচেভাব হলে, বুঝতে হবে মেইকআপ তুলে ঠিকভাবে চোখ পরিষ্কার করা হয়নি।
প্রতিদিন মেইকআপ তোলার পর অন্তত একবার চোখ ধুয়ে নেওয়া উচিত।
মেকআপে একদিনের বিরতি
সপ্তাহে অন্তত একদিন চোখে মেইকআপ না দেওয়াই ভালো। এতে চোখের ত্বক বিশ্রাম পায় এবং পাপড়ি প্রাকৃতিকভাবে বাড়তে পারে।
পাশাপাশি, রাতে ঘুমানোর আগে ‘ক্যাস্টর অয়েল’ বা ভিটামিন-ই তেল পাপড়িতে লাগালে তা ঘন ও মজবুত হয়।
আরও পড়ুন