কলা দিয়ে তৈরি করতে পারেন এই মজাদার পানীয়।
Published : 09 Apr 2024, 12:40 AM
গরম যখন পড়ছেই তখন শীতল এক গ্লাস চকলেট মিল্কশেক হয়ে যাক।
আর সহজ এই রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
১ গ্লাস দুধ
১ টেবিল-চামচ চিনি
১টি কলা
২ টেবিল-চামচ চকলেট সিরাপ
১ টেবিল-চামচ আইস ক্রিম
পদ্ধতি
প্রথমে ব্লেন্ডারের জগে আধা গ্লাস দুধ ও কলা দিয়ে ব্লেন্ড করে নিন।
এবার চিনি ও বাকি দুধ দিয়ে ব্লেন্ড করে ১ টেবিল-চামচ চকলেট সিরাপ মিশিয়ে নিন।
তৈরি হয়ে গেল ব্যানানা চকলেট মিল্কশেক।
এখন একটি গ্লাসের ভেতরটা চকলেট সিরাপ দিয়ে নকশা করে মিল্কশেক ঢেলে আইসক্রিম দিয়ে পরিবেশন করুন।