চুলের মাস্ক ধাপে ধাপে ব্যবহারের সঠিক উপায়

চুলে যত্নে ‘হেয়ার মাস্ক’ ব্যবহার করা উপকারী।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2023, 08:13 AM
Updated : 2 May 2023, 08:13 AM

তেল বা শ্যাম্পু ব্যবহার যথেষ্ট নয় সুস্থ, উজ্জ্বল ও মসৃণ চুল পেতে চুলে বাড়তি পুষ্টির প্রয়োজন।

আর এরজন্য প্রয়োজন মাস্ক ব্যবহার। সঠিক উপায়ে মাস্ক ব্যবহারে মনের মতো সুন্দর চুল পাওয়া সম্ভব। 

হেলথ শটস ডটকমে প্রকাশিত প্রতিবেদনে চুলে মাস্ক ব্যবহারের সঠিক উপায় সম্পর্কে জানা যায়।  

এই বিষয়ে হেল্থশটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ত্বক ও কেশ চর্চা-বিশেষজ্ঞ পুরভি কার্লা বলেন, “হেয়ার মাস্ক ব্যবহারের পরেও আশানুরূপ উপকারিতা না পেয়ে থাকলে অথবা মাস্ক ব্যবহারের সঠিক উপায় জানা না থাকলে নিচের উপায়গুলো ধারাবাহিকভাবে অনুসরণ করা যেতে পারে।”

পরিষ্কার চুলে মাস্ক ব্যবহার

চুলের মাস্ক সবসময় পরিষ্কার চুলে মাখতে হয়। কারণ পরিষ্কার চুল ও মাথার ত্বক মাস্কে থাকা উপাদান ভালো মতো শোষণ করতে পারে।

চুল শুষ্ক ও রুক্ষ হলে ভালো মতো শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করতে হবে। তারপর ‘হেয়ার মাস্ক’ ব্যবহার করতে হবে।

মাথার ত্বক তৈলাক্ত হলে সাধারণ পদ্ধতিতে শ্যাম্পু করা ভালো। এরপরে চুলে মাস্ক ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।

বাড়তি পানি মুছে নিতে হবে

উপকার পেতে শুষ্ক বা ভেজা নয় বরং স্যাঁতস্যাঁতে চুলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এই পদ্ধতিতে মাস্ক ব্যবহার করা হলে প্রতিটি চুলের গভীরে এর পুষ্টিগুণ প্রবেশ করতে পারে।

মিহি তন্তুর কাপড়ে মাস্ক নিয়ে তার নির্যাস সিঁথি কেটে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। তাছাড়া চুল থেকে সব পানি দ্রুত বের করে ফেলতেও পাতলা মিহি কাপড় ব্যবহার করা যায়। 

মাস্ক ব্যবহার

মাস্ক ব্যবহারের নিয়ম হল চুলের মাঝ বরাবর থেকে নিচের দিকে ব্যবহার করা এবং ওপরের তুলনায় চুলের নিচের অংশের দিকে বেশি মনোযোগ দেওয়া।

মাস্ক ব্যবহারের পরে ৩০ সেকেন্ড মালিশ করতে হবে যেন ভালো মতো তা শোষিত হয়। এতে চুলের কিউটিকল মসৃণ ও চকচকে হয়ে উঠবে।

তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা

মাস্কের প্যাকেটে লেখা নিয়মাবলী অনুযায়ী ব্যবহারের পরে তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে। ভালো ফলাফল পেতে গরম পানিতে তোয়ালের ডুবিয়ে তার ভাপ চুলে দেওয়া যেতে পারে।

ধুয়ে নেওয়া

চুলের মাস্ক নানান রকম শক্তিশালী উপকরণে ভরপুর যা চুল মসৃণ ও সতেজ করতে সহায়ক। চুলের পুষ্টি উপকরণ শুষে নেওয়ার পরে তা ভালো মতো ধুয়ে ফেলতে হবে।

চুলের সুস্থতায় মাস্কের অবশিষ্টাংশ যেন মাথার ত্বক বা গোড়ায় না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

আরও পড়ুন

Also Read: ক্ষতিগ্রস্ত চুলের জন্য মাস্ক

Also Read: রুক্ষ চুলের মাস্ক

Also Read: চুলের অকাল পক্কতা রোধে উপকারী মাস্ক