রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইট থেকে রুক্ষ চুলের উপযুক্ত প্রাকৃতিক মাস্ক তৈরির কয়েকটি পদ্ধতি এখানে দেওয়া হল।
কাঠবাদামের তেল ও ডিম: একটা কাঁচা ডিমের সঙ্গে দুতিন চামচ কাঠবাদাম তেল ভালোভাবে মেশান। মাথার ত্বক ও চুলে ভালোভাবে লাগিয়ে নিন। ৩৫ থেকে ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ডিম চুলের ক্ষয় দূর করে এবং কাঠবাদামের তেল চুলে পুষ্টি যোগায়।
কলা ও মধু: চুলে প্রথমে নারিকেল তেল মালিশ করে নিন।
একটা পাকা কলার সঙ্গে দুই টেবিল-চামচ মধু মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন যেন দানা দানা ভাব না থাকে। প্যাকটি মাথায় লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
মধু ও কলার কন্ডিশনিং গুণ চুলের রুক্ষতা দূর করে। আবহাওয়া ও চুলের ধরন বুঝে দুএক সপ্তাহ পর পর এই প্যাক ব্যবহার করুন। প্রতিবার চুল ধোয়ার পরই এর উপকারিতা টের পাবেন।
ছবির প্রতীকী মডেল: হৃদিমা মল্লিক। মেইকআপ: আহান রহমান। ছবি: কেএ রহমান।
আরও পড়ুন