রুক্ষ চুলের মাস্ক
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2019 05:41 PM BdST Updated: 26 Jan 2019 05:41 PM BdST
কোঁকড়া বা ঢেউ খেলানো চুলে জট পড়ার সম্ভাবনা বেশি থাকে। এই ধরনের চুলের যত্নের জন্য চাই উপযোগী মাস্ক।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইট থেকে রুক্ষ চুলের উপযুক্ত প্রাকৃতিক মাস্ক তৈরির কয়েকটি পদ্ধতি এখানে দেওয়া হল।
কাঠবাদামের তেল ও ডিম: একটা কাঁচা ডিমের সঙ্গে দুতিন চামচ কাঠবাদাম তেল ভালোভাবে মেশান। মাথার ত্বক ও চুলে ভালোভাবে লাগিয়ে নিন। ৩৫ থেকে ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ডিম চুলের ক্ষয় দূর করে এবং কাঠবাদামের তেল চুলে পুষ্টি যোগায়।
কলা ও মধু: চুলে প্রথমে নারিকেল তেল মালিশ করে নিন।
একটা পাকা কলার সঙ্গে দুই টেবিল-চামচ মধু মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন যেন দানা দানা ভাব না থাকে। প্যাকটি মাথায় লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
মধু ও কলার কন্ডিশনিং গুণ চুলের রুক্ষতা দূর করে। আবহাওয়া ও চুলের ধরন বুঝে দুএক সপ্তাহ পর পর এই প্যাক ব্যবহার করুন। প্রতিবার চুল ধোয়ার পরই এর উপকারিতা টের পাবেন।
ছবির প্রতীকী মডেল: হৃদিমা মল্লিক। মেইকআপ: আহান রহমান। ছবি: কেএ রহমান।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- পল্লবী-বিদিশার পর কলকাতায় মিললো অভিনেত্রী মঞ্জুষার ঝুলন্ত লাশ
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’
- ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ